Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » আক্রমণাত্মক ব্যাটিংয়ে শ্রীলংকা পেসারদের পরীক্ষা নিচ্ছেন বাংলাদেশে [ Live TV]





দারুণ ব্যাটিং করছেন তামিম ইকবাল। আক্রমণাত্মক ব্যাটিংয়ে শ্রীলংকা পেসারদের পরীক্ষা নিচ্ছেন তিনি। এরই মধ্যে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৫তম ফিফটি। এ সুবাদে দারুণ সূচনা পেয়েছে টিম বাংলাদেশ।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে স্কোর বোর্ডে বাংলাদেশের সংগ্রহ ৭২। তামিম ৫২ ও ইমরুল ১৯ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল সাড়ে ৯টায়। সেখান থেকে সেটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও গাজী টিভি।

এ নিয়ে বাংলাদেশের দশম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মাহমুদউল্লাহর। সাকিব আল হাসান ইনজুরি থেকে সেরে না উঠায় দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

৩ স্পিনার ও ১ পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। অভিষেক হয়েছে বাঁহাতি বিশেষজ্ঞ স্পিনার সানজামুল ইসলামের। ২৮ বছর বয়সী এ স্পিনারের সঙ্গী তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান।

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে না খেলা তামিম ইকবাল ফিরেছেন একাদশে। চোখের সমস্যার কারণে চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন ফিরেছেন দলে।

দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছে শ্রীলংকা। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। অতিথিদের স্পিন ত্রয়ীর অন্য দুই সদস্য দিলরুয়ান পেরেরা ও লক্ষণ সান্দাকান। পেস আক্রমণে সুরঙ্গা লাকমলের সঙ্গী লাহিরু কুমারা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা দল: দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রোশান সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, দিলরুয়ান পেরেরা, লক্ষণ সান্দাকান ও লাহিরু কুমারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply