রকেট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের কণিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। বেশ খানিকটা অংশ কেটেও যায়। ফলে মাঠ ছেড়ে যেতে বাধ্য হতে হয় তাকে। পরে যান হাসপাতালে। তার অনুপস্থিতিতে ওই ম্যাচে বড় ব্যবধানে হেরে লংকানদের কাছে শিরোপা খোয়াতে হয় টাইগারদের।
এক্স-রে’তে দেখা গেছে, সাকিবের আঙুল মচকে গেছে। আঙুলে সেলাইও দিতে হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, ইনজুরি থেকে সেরে উঠতে ১ সপ্তাহ লাগবে তার।
সাকিবের পরিবর্তে এ টেস্টে দশম অধিনায়ক হিসেবে অভিষেক ঘটেছে মাহমুদউল্লাহ রিয়াদের। এতে টস জিতে প্রথমে ব্যাটিং নেন তিনি। তার এমন সিদ্ধান্তের যৌক্তিকতাও প্রমাণ করে চলেছেন ব্যাটসম্যানরা।
শেষ খবর পর্যন্ত ৪৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২০৩/২। মুমিনুল ৭৬ ও মুশফিক ৩১ রান নিয়ে ব্যাট করছেন। দুর্দান্ত খেলছেন তারা। জমাট বেঁধে গেছে তাদের জুটি। এরই মধ্যে ৮৩ রানের জুটি গড়ে ফেলেছেন মুমিনুল-মুশফিক।
No comments: