পৃথিবীর ২৫ ভাগ শুকিয়ে যাবে দ্রুত, বলছেন গবেষকরা
বিশ্ব উষ্ণায়ন না কমলে কয়েক বছরের মধ্যেই পৃথিবীর ২৫ শতাংশ অঞ্চল জল শূন্য হয়ে যেতে পারে। এমনই মনে করছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন, এখন প্রতিবছর বিশ্বের উষ্ণতা বাড়ে ১.৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রির কাছাকাছি। এই হারে যদি উষ্ণতা বাড়তে থাকে, তাহলেই খরা হয়ে যেতে পারে পৃথিবীর নানা অংশে। বদলে যেতে পারে পৃথিবীর জলবায়ুর রূপ।
চীন ও আরবের দুই সংস্থার গবেষকরা জানিয়েছেন, ‘এমনিতেই সারা পৃথিবীতে বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গেই বাড়ছে নানা রকম বর্জ্যের পরিমাণ। সেগুলি থেকে বাড়ছে তেজস্ক্রিয়তা। এছাড়া, জনবিস্ফোরণের ফলে কমছে গাছগাছালির সংখ্যা। এর পাশাপাশি গাড়ির ধোঁয়া, ধুলো তো আছেই। এরফলে প্রতিদিন একটু একটু করে ক্ষতি হচ্ছে পৃথিবীর। ক্রমে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে দুনিয়া। এর থেকে বাঁচারও তেমন কোনও উপায় নেই। কারণ, এই বিপুল জনসংখ্যাকে নিয়ন্ত্রনে আনার কোনও রাস্তা আপাতত দেখা যাচ্ছে না। তাই কীভাবে এই বিপুল বিপদের মুখ থেকে বেরিয়ে আসা যাবে তা বুঝে উঠতে পারছে না বৈজ্ঞানিক মহল।
No comments: