Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ‌জিওফ্রে বয়কটের বিশেষ সাক্ষাৎকার: ভুল–ত্রুটি শুধরে নিলে ইন্ডিয়া বিদেশেও অনেক টেস্ট জিতবে





   ‌জিওফ্রে বয়কটের বিশেষ সাক্ষাৎকার: ভুল–ত্রুটি শুধরে নিলে ইন্ডিয়া বিদেশেও অনেক টেস্ট জিতবে

বরফ পড়ছে। তাই প্রথমে দক্ষিণ আফ্রিকার বাড়ির নম্বরে ডায়াল করেছিলাম। বেজে গেল। নিরন্তর। তাহলে কোথায় গেলেন বুড়ো?‌ ঠাণ্ডা পড়লে বিলেত থেকে পালিয়ে যান গরমের দেশে। জোনাথন অ্যাগনিউর সঙ্গে বিবিসি–‌তে অনুষ্ঠান এমন জমে গেছে যে, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে বিলেতে থাকতেই হবে, আরও ৪টি এপিসোডের জন্য। তার মধ্যেই ভারত–‌দক্ষিণ আফ্রিকার খেলা নিয়ে নিরপেক্ষ

মতামত দিলেন জিওফ্রে বয়কট। শুনলেন দেবাশিস দত্ত।

জিওফ্রে বয়কট:‌ পুওর পিচ, সেকেন্ড ইনিংসে পুওর বোলিং। তাই দক্ষিণ আফ্রিকা ম্যাচ থেকে ছিটকে গেল। ভারত কিন্তু জয়ের গন্ধ পেতেই ঝাঁপিয়ে পড়েছিল। এমন উইকেটে টেস্ট ক্রিকেট খেলা উচিত নয়।
 ৩–‌০ হওয়ার কথা ছিল। সেখানে হয়ে গেল ২–‌১।
বয়কট:‌ বিদেশে ইন্ডিয়া বরাবরই কেঁপে যায়। অনেক ক্রিকেটার নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারে না। এখন যখন প্রত্যেক ক্রিকেটার কোটি কোটি টাকা রোজগার করছে, তাহলে কেন ওরা নিজেদের টাকা থেকে বিদেশে গিয়ে নিজের নিজের খেলার উন্নতির দিকে নজর দেবে না?‌ টিভিতে আইপিএলের নিলাম দেখছিলাম। বাপ্‌ রে বাপ্‌। বস্তা বস্তা টাকা। দীনেশ কার্তিককে দেওয়া হচ্ছে ৮ কোটি টাকা!‌ জয়দেব উনাদকাট সাড়ে এগারো কোটি টাকা!‌ ক্রিকেট স্কিল এত দামি হয়ে গেল?‌ টাকা পাচ্ছে, ‌আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু সেই টাকা দিয়ে নিজের খেলার স্ট্যান্ডার্ডকে বাড়াও। তাহলে ভাই, কোন যুক্তিতে এত বেশি টাকা দেওয়া হবে?‌ নিজে খরচ করতে না চাও, তো বোর্ডকে রাজি করাও। এত নামী নামী ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকায় গিয়ে কেঁদে ককিয়ে একসা হয়ে গেল, এটা কি খুব একটা ভাল ব্যাপার?‌
 বিরাট কোহলিকে কেমন দেখলেন?‌
বয়কট:‌ সবচেয়ে ভাল ব্যাট করেছে, দু’‌দলের মধ্যে। সেঞ্চুরিটা সুপার্ব। কিন্তু সোজা বলে একবার এনগিডি, আর একবার রাবাদা যেভাবে গতিতে পরাস্ত করে বোল্ড করল, সেটা ভাল লাগেনি। টপ ক্লাস ব্যাটসম্যান, সোজা বলে বোল্ড হবে কেন?‌
 আপনি কি বলবেন, ১–‌২ ব্যবধানে ভারতের সিরিজ হারের ব্যাপারটা ঠিকঠাক ফলাফল?‌
বয়কট:‌ অন্তত একটা টেস্ট না জিতলে পোয়েটিক জাস্টিস হত না। ভারত কেপ টাউনের থেকে ভাল খেলেছে সেঞ্চুরিয়নে, সেঞ্চুরিয়নের চেয়ে আরও ভাল খেলার চেষ্টা করল জোহানেসবার্গে। ৫ টেস্টের সিরিজ হলে ব্যাপারটা জমে যেত। সামনের গ্রীষ্মে বিরাটরা ইংল্যান্ডে আসছে, ৫ টেস্ট খেলার জন্য। ওখানে কিন্তু ডিউক বলে খেলা হবে। কুকাবুরায় নয় এবং জোর দিয়ে বলতে পারি, ডিউক বলে পৃথিবীর সেরা বোলারের নাম অ্যান্ডারসন। এবং সে একজন ইংরেজ। বিরাট কোহলির দুর্বলতা সবচেয়ে ভালভাবে দেখিয়েছে অ্যান্ডারসনই। এ বছর জুলাই–‌আগস্টে বিরাট যদি ইংলিশ অ্যাটাকের সামনে বড় রান পায়, তাহলে ও ভেরি গুড থেকে গ্রেট ক্রিকেটারের লেভেলে উঠে যাবে। আমি বুঝতে পারি না, কেন ও আরও বেশি বল ছাড়ার দিকে নজর দেয় না?‌ দক্ষিণ আফ্রিকাতেও তো অফ স্টাম্পের লাফানো বলে খোঁচা দিয়ে ফিরে গেছে।
 আপনি এখন থেকে ভারত–‌ইংল্যান্ড সিরিজের কথা ভাবছেন?‌
বয়কট:‌ শুধু আমি ভাবছি না, গোটা ব্রিটেন ভাবছে। আমরা আসলে চিরকালই সেরা ব্যাটসম্যানদের বিচার করি, ইংল্যান্ডের সামারে কেমন খেলে, তার ওপর। বিরাট টপ ক্লাস ব্যাটসম্যান, কিন্তু গ্রেট নয়। আপনাদের দেশের গ্রেট ব্যাটসম্যানদের তালিকা তৈরি করতে বললে আমি বলব আমার বন্ধু সুনীল গাভাসকারের কথা। তেণ্ডুলকার, দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, তারও আগে বিজয় হাজারে, গুণ্ডাপ্পা বিশ্বনাথ, দিলীপ বেঙ্গসরকাররা বিলেতে রান করেছে। বিরাটকে এখনই এই তালিকায় রাখতে পারছি না। তবে, ওর ক্লাস নিয়ে কোনও সংশয় নেই।
 ভারতের বোলিং?‌
বয়কট:‌ ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা খুব ভাল বোলিং করছে। করবেও। কামিং সামারে আরও বেশি করে সিম বোলার নিয়ে আসবেন। জোহানেসবার্গ টেস্টে ভারত কিন্তু জিততে পারল বোলারদের যোগ্যতায়। সামগ্রিকভাবে গোটা পৃথিবীতেই ব্যাটিংয়ের মান গিয়েছে নেমে। ইন্ডিয়ার ব্যাটিং স্ট্যান্ডার্ড, গত ২৫–‌৩০ বছরে খুব খারাপ নয়। এবার দক্ষিণ আফ্রিকায় তেমন জমাট ব্যাটিং করতে পারেনি। হাত জমে গিয়েও, পরিবেশের সঙ্গে সেট হওয়ার পরেও উইকেট গিয়েছে। নাম বলতে চাইছি না, কয়েকজন ব্যাটসম্যান কিন্তু জোরে বোলিং খেলতে গিয়ে ভয় পেয়েছে। তবে দলটা আছে উন্নতির রাস্তায়। যেসব ভুল ত্রুটিগুলি রয়েছে, সেগুলি ঠিক করে নিতে পারলে, ইন্ডিয়া বিদেশেও অনেক টেস্ট ম্যাচ জিতবে।
 ইংল্যান্ডের ব্যাটিংও কিন্তু আহামরি নয়। দক্ষিণ আফ্রিকা ২–‌১ ব্যবধানে সিরিজ জিতলেও ডু প্লেসিদের ব্যাটিং বিভাগও বেশ নড়বড়ে।
বয়কট:‌ খুব খারাপ লাগল শনিবার এবি ডি ভিলিয়ার্সকে বিচ্ছিরিভাবে আউট হতে দেখে। বলের জাজমেন্ট, লাইন বুঝতে পারছে না এক শীর্ষস্থানীয় ব্যাটসম্যান, এটা ভাবলেই অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, মেনে নিচ্ছি ইংল্যান্ডের ব্যাটিং খুব ভাল নয়, ভাল হলে তো অ্যাসেজ সিরিজ থেকে জিতে ফিরত আমার দেশ। একটু আগেই তো বললাম, গোটা পৃথিবী জুড়ে ব্যাটিংয়ের মান পড়তির দিকে। শুরুতে অ্যালিস্টার কুক, মাঝে ক্যাপ্টেন জো রুট, বাকিদের ওপর কি নির্ভর করা যায় সেভাবে?‌ আই ডাউট। রুটকে তো আইপিএলে কোনও ফ্র‌্যাঞ্চাইজি নিল না। আমি বলব, বাড়তি কটা টাকার জন্য এলোপাথারি ক্রিকেট খেলতে যাওয়ার শখ হয় কেন?‌ ইন্ডিয়া এখন নাম্বার ওয়ান টিম। এখন থেকে প্রস্তুতি নিক, যাতে ৫ টেস্টের ভারতের বিরুদ্ধে সিরিজে রানের সাগরে ও ভাসতে পারে। প্ল্যান করুক। কথা বলুক ইসিবি–‌র সঙ্গে। ততদিনে বেন স্টোকস মুক্তি–টুক্তি পেয়ে ইংল্যান্ড টিমে ফিরে আসবে।‌ দলের শক্তি যাবে বেড়ে।‌
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply