Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » একদিনের দলেও ঠাঁই হল না ম্যাক্সওয়েলের





 

একদিনের দলেও ঠাঁই হল না ম্যাক্সওয়েলের



সিডনি: আগ্রাসী ব্যাটিং ও কার্যকরী পার্টটাইম স্পিন বোলিংয়ের জন্য সীমিত ওভারের ক্রিকেটের উপযোগী হিসাবে বিবেচিত হন গ্লেন ম্যাক্সওয়েল৷ অথচ অজি নির্বাচকরা তাঁকে একদিনের দল থেকে দূরে সরিয়ে রাখতে দ্বিধা করলেন না৷ ইংল্যান্ডের বরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের একদিনের সিরিজের দলে জায়গা পেলেন না অজি অলরাউন্ডার৷






গত এক বছরে অবশ্য উল্টো ছবি চোখে পড়েছে৷ শেফিল্ড শিল্ডের দীর্ঘতম ফর্ম্যাটে ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন ম্যাক্সওয়েল৷ ৯ ম্যাচে প্রায় ৭৪ গড়ে ৫৯০ রান সংগ্রহ করেছেন তিনি৷ তবে ওয়ান-ডে ফর্ম্যাটে মোটেও নজর কাড়তে পারেননি তিনি৷ একদিনের ক্রিকেটে শেষবার ম্যাক্সওয়েল হাফসেঞ্চুরির গণ্ডি টপকেছিলেন এক বছর আগে৷ গত বছর জানুয়ারিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি৷
স্বাভাবিকভাবেই ভারত সফরের সীমিত ওভারের সিরিজ থেকে বাদ পড়েছিলেন ম্যাক্সওয়েল৷ এবার ঘরের মাঠেও একদিনের দলের দরজা খুলল না তাঁর সামনে৷



অজি নির্বাচক ট্রেভর হন্স ম্যাক্সওয়েলের বাদ পড়ার প্রসঙ্গে বলেন, ‘ব্যাট হাতে ম্যাক্সওয়েলের ম্যাচ জেতানোর ক্ষমতা নিয়ে কারও মনে বিন্দুমাত্র সংশয় নেই৷ তবে আমরা ওর কাছ থেকে ধারাবাহিকতা আশা করছি৷ একদিনের ফর্ম্যাটে শেষ ২০ ম্যাচে ম্যাক্সওয়েলের ব্যাটিং গড় ২২৷ জাতীয় দলে টিকে থাকার পক্ষে মোটেও সন্তোষজনক নয় ম্যাক্সওয়েলের সাম্প্রতিক ফর্ম৷ ব্যাটিং লাইনআপে ধারাবাহিক কাউকে আমরা দেখতে চাইছি৷’

আরও পড়ুন: বিশ বাঁও জলে ভারত-পাক ক্রিকেট

ম্যাক্সওয়েল বাদ পড়লেও কাঁধের চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন ধ্বংসাত্মক ব্যাটসম্যান ক্রিস লিন৷ একদিনের দলে সুযোগ পেয়েছেন দুই তরুণ পেসার ঝাই রিচার্ডসন ও অ্যাড্রু তাই৷ উইকেটকিপার হিসেবে টেস্টের পর ওয়ান-ডে টিমেও ঢুকে পড়েছেন টিম পেইন৷

অস্ট্রেলিয়ার ওয়ান-ডে দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জোস হ্যাজেলউড, ট্রেভিস হেড, ক্রিস লিন, মিচেল মার্শ, টিম পেইন (উইকেটকিপার), ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টৈনিস, অ্যান্ড্রু তাই ও অ্যাডাম জাম্পা৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply