নিলামের সময় বাথরুমে!
নিলামের সময় বাথরুমে!
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ইতিমধ্যেই নজর কেড়েছেন দুই তরুণ। রাজস্থানের কমলেশ নাগারকোটি ও পাঞ্জাবের শুভমন গিল। একাদশ সংস্করণের আইপিএলে দু’জনকেই দেখা যাবে নাইট রাইডার্সের জার্সি গায়ে। রবিবারের নিলামে নাগারকোটিকে ৩ কোটি ২০ লক্ষ এবং শুভমন গিলকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় নিয়েছে শাহরুখের দল। এদিন নিলামে যখন তাঁদের নাম উঠছে, নিউজিল্যান্ডে তখন অনেক রাত। তবুও নিলামে চোখ রেখেছিলেন তাঁরা। যদিও নিজের নাম উঠতে দেখে বাথরুমে ঢুকে পড়েছিলেন নাগারকোটি। সেই অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে বলেই ফেললেন, ‘ভেতরে ভেতরে একটু নার্ভাস ছিলাম। তার ওপর বন্ধুরা ফোন করেই যাচ্ছিল। পঙ্কজ যাদব (রুম পার্টনার) যখন নিলাম অন করে, আমি বাথরুমে চলে যাই। যতক্ষণ বিড হয়েছে, আমি ভেতরেই বসে ছিলাম।’ তিনি রাজস্থান রয়্যালসের ভক্ত। তবে আইপিএলে নাইটদের দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নাগারকোটি বলেন, ‘একবার মাঠে গিয়ে আইপিএলের ম্যাচ দেখেছিলাম। তবে টিভিতে ক্রিস লিনের ব্যাটিং দেখেছি। এবার নেটে ওঁকে বল করার সুযোগ পাব ভেবেই দারুণ লাগছে।’ শুভমন গিলও যেন ঘোরের মধ্যে রয়েছেন। তাঁর কথায়, ‘নিলামে নিজের নাম বিড হতে দেখে একটাই কথা মাথায় এসেছিল, তা হলে আমিও এবার আইপিএলে! তার পর মায়ের ফোন পেয়েছি। শুনেছি বাবা তো রাতেই ওখানে কর্মচারীদের মিষ্টিমুখ করিয়ে দিয়েছেন।’ পরক্ষণেই যোগ করেন, ‘আপাতত আমরা বিশ্বকাপ সেমিফাইনালে মনোনিবেশ করছি। রাহুল (দ্রাবিড়) স্যর একটাই কথা বলেছেন, আইপিএল নিলাম প্রতি বছর হবে। কিন্তু বিশ্বকাপের এই সুযোগ আমরা আর পাব না। তাই এখন বিশ্বকাপেই মন দিতে চাই।’
Tag: games
No comments: