Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » গরমে অসুস্থ হয়ে কোর্ট ছাড়লেন টেনিস তারকা মুগুরুসা





   গরমে অসুস্থ হয়ে কোর্ট ছাড়লেন মুগুরুসা


ব্রিসবেন: অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে নামলে প্রতিপক্ষ ছাড়াও টেনিস তারকাদের লড়াই করতে হয় আবহাওয়ার সঙ্গে৷ অতীতে মেলবোর্ন পার্কের প্রচণ্ড গরমে কাহিল হতে দেখা গিয়েছে বহু তারকাকেই৷ এবারও যে তার ব্যতিক্রম হতে যাচ্ছে না, তা বোঝা গেল অজি ওপেনের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে পরিচিত ব্রিসবেন ইন্টারন্যাশনালে৷ ম্যাচে এগিয়ে থাকা সত্ত্বেও গরমে অসুস্থ হয়ে কোর্ট ছাড়তে হল বিশ্বের দু’নম্বর মহিলা টেনিস তারকা গার্বাইন মুগুরুসাকে৷


সার্বিয়ার আলেকজান্দ্রা কুর্নিচের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে নেমেছিলেন স্প্যানিশ তারকা৷ প্রথম সেট ৫-৭ গেমে হারতে হলেও গার্বাইন টাইব্রেকারে দ্বিতীয় সেটে জয় তুলে নেন ৭-৬ (৭/৩) ব্যবধানে৷ নির্নায়ক সেটে ২-১ গেমে এগিয়ে ছিলেন মুগুরুসা৷ তখনই সারা শরীরে টান অনুভব করেন৷ সার্ভিস করতে গিয়ে কোর্টে পড়ে যান৷ ডাক্তার ও ফিজিওর প্রাথমিক শুশ্রূষার পর স্বেচ্ছাসেবকের সাহায্য নিয়ে কোর্ট ছাড়েন তিনি৷

আরও পড়ুন: মিতালিকে এই ভূমিকাতেই দেখতে চান শাহরুখ

পরে সাংবাদিক সম্মেলনে মুগুরুসা বলেন, ‘দ্বিতীয় সেটে ২-০ এগিয়ে থাকার সময় থেকেই সমস্যা অনুভব করছিলাম৷ পায়ে টান ধরছিল৷ সমস্যা মিটে যাবে ভেবে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই৷ তবে যন্ত্রণা কমার বদলে বেড়েই চলেছিল৷ তাই ম্যাচ ছেড়ে দেওয়া ছাড়া উপায় ছিল না৷’


অপ্রত্যাশিতভাবে টুর্নামেন্ট শেষ করতে হলেও মুগুরুসা মনে করেন অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিতে খামতি নেই তাঁর৷ বরং টুর্নামেন্টের দু’টি ম্যাচে বেশ কয়েকটা দারুণ পয়েন্ট জয়ে আত্মবিশ্বাস বেড়েছে বলেই মনে করছেন উইম্বলডনজয়ী স্প্যানিশ তারকা৷
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply