নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান
মাউন্ট মাউনগানুই: সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে নিউজিল্যান্ডকে ১৮ রানে হারিয়ে টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেল পাকিস্তান। এর আগে টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল নিউজিল্যান্ড। তাদের দেশেই তাদের হারিয়ে শীর্ষস্থান থেকে সরিয়ে দিল সরফরাজ আহমেদের দল।
আজ প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮১ রান করে পাকিস্তান। ওপেনার ফকর জামান ৩৬ বলে ৪৬ রান করেন। শেষদিকে ঝড় তোলেন উমর আমিন। তিনি মাত্র সাত বলে তিনটি ছক্কার সাহায্যে করেন ২১ রান। শেষ চার ওভারে পাকিস্তান তোলে ৫৮ রান। ইশ সোধি ও মিচেল স্যান্টনার দু’টি করে উইকেট নেন।
বড় রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৬৩ রান করে নিউজিল্যান্ড। ওপেনার মার্টিন গাপটিল (৫৯) শুরুটা ভাল করেছিলেন। কিন্তু তারপর আর কোনও ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। ফলে পাকিস্তানের রান টপকে যাওয়া সম্ভব হয়নি নিউজিল্যান্ডের পক্ষে।
No comments: