দামেস্কের কাছে বিমান হামলায় ২৩ বেসামরিক নাগরিক নিহত
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দেশটির বিরোধী দলের শক্তিশালী ঘাঁটি ইস্টার্ন গোতায় বুধবার কমপক্ষে ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশীর ভাগই রাশিয়ার বিমান হামলায় নিহত হয়।
মানবাধিকার বিষয়ক ব্রিটিশভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইসট বার্তা সংস্থা এএফপি’কে জানায়, দেশটির মিসরাবা শহরে রাশিয়ার বিমান হামলায় ১৮ জন নিহত হয়। বাকি পাঁচজন সিরিয়ার সরকারি বাহিনীর গোলা বর্ষণে প্রাণ হারায়।
খবর এএফপি’র।
পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান জানান, নিহতদের মধ্যে তিন শিশু ও ১১ জন নারী রয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়া সংঘাত শুরু হওয়ার পর থেকে এতে তিন লাখ ৪০ হাজারের বেশী লোক নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
ইস্টার্ন গোতার বেশীর ভাগ এলাকা জাইশ আল-ইসলাম গ্রুপের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। দামেস্কের পূর্বে ছোট এ ভূ-খন্ডের অবস্থান।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে সহায়তা করতে ২০১৫ সালে রাশিয়া প্রথম বিমান অভিযান শুরু করে।
No comments: