ভারতীয় ক্রিকেটে মিতালি 'রাজ' চান শাহরুখ
ভারতীয় ক্রিকেটে মিতালি 'রাজ' চান শাহরুখ
টেড টকস ইন্ডিয়া-অনুষ্ঠানে মিতালি আরও বলেন, "মাঠে যখন সবাই আমার দিকে তাকিয়ে থাকে, এবং গোটা দল ট্রফি জেতার জন্য লড়াই করে তখন সেটা শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সে সময় সব থেকে প্রয়োজন হয় মননিবেশ করার এবং নিজের সেরাটা দেওয়ার।"
'নই সোচ'। আক্ষরিক অর্থেই তাই। ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজকে দেখতে চান বলিউড বাদশা। দেশের প্রতিরক্ষার দায়িত্বে নির্মলা সীরারমনকে এনে চমক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেড টকস ইন্ডিয়া-অনুষ্ঠানে সঞ্চালক শাহরুখের এমন ইচ্ছাপ্রকাশে চমকে গিয়েছেন অনেকেই। সত্যি এমন কিছু ঘটতে পারে কি না তা নিয়ে জল্পনার মধ্য মিতালি জানিয়েছেন, তিনি প্রস্তুত।
ভারতীয় দলের ব্যাটন ধরে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন এই রাজস্থানি কন্যা। ভারতীয় দলের কোচিংয়ের সুযোগ পেলেও যে ফুল ফোটাতে পারবেন, সংকোচ না রেখেই জানালেন মিতালি। "আমি একদিন ভারতীয় ক্রিকেট দলের কোচের ভূমিকায় তোমাকে দেখতে চাই", শাহরুখের মুখে এমন কথা শুনে মিতালি বলেন, "আমি সবসময়ই আমার সেরাটা দিতে চাই।"
টেড টকস ইন্ডিয়া-অনুষ্ঠানে মিতালি আরও বলেন, "মাঠে যখন সবাই আমার দিকে তাকিয়ে থাকে, এবং গোটা দল ট্রফি জেতার জন্য লড়াই করে তখন সেটা শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সে সময় সব থেকে প্রয়োজন হয় মননিবেশ করার এবং নিজের সেরাটা দেওয়ার।"
উল্লেখ্য, মিতালি রাজের নেতৃত্বেই ভারত গত বছর মহিলাদের ক্রিকেটে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। এছাড়াও বিশ্বকাপের মঞ্চে ব্যক্তিগত ১,০০০ রানের মাইলস্টোন টপকে বিশ্ব ক্রিকেটের নজির গড়েছেন মিতালি রাজ।
Tag: Entertainment
No comments: