ব্যাটের মাপ পরীক্ষা করতে ভারতীয় অনুশীলনে হাজির দক্ষিণ আফ্রিকার আম্পায়ার
ডারবান: আন্তর্জাতিক ম্যাচের আগে মাঠ ও সার্বিক পরিবেশ খতিয়ে দেখতে দলের অনুশীলনের সময় হামেশাই হাজির হন আম্পায়াররা।
কিন্তু, মঙ্গলবার ভারতীয় দলের অনুশীলনের সময় একেবারে অভূতপূর্বভাবে হাজির হলেন আইসিসি মনোনীত ম্যাচের রিজার্ভ আম্পায়ার দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক।
এদিন হাতে এক টুকরো কাগজ নিয়ে সটান ভারতীয় দলের অনুশীলনের জায়গায় চলে যান তিনি। একাধিক ক্রিকেটারের ব্যাট পরীক্ষা করেন।
ভারতীয় দলের সূত্রে জানা গিয়েছে, এদিন ব্যাটের মাপ আইসিসি-র নতুন নিয়ম অনুযায়ী আছে কি না তা পরীক্ষা করতেই এদিন হাজির হয়েছিলেন অ্যাড্রিয়ান।
জানা গিয়েছে, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, মণীশ পাণ্ডে সহ একাধিক ভারতীয় ব্যাটসম্যানের ব্যাটের মাপ পরীক্ষা করেন। দেখেন, যে ব্যাটগুলি নির্দিষ্ট মাপের মধ্যে রয়েছে কি না।
প্রসঙ্গত, গত বছর শেষের দিকে, ব্যাটের দৈর্ঘ্য ও পুরুভাব কমানোর সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। লক্ষ্য, ব্যাট ও বলের লড়াইয়ে একটি ভারসাম্য বজায় রাখা।
কোনও ভারতীয় ব্যাটসম্যান সেই নিয়ম লঙ্ঘন করছেন কি না তা খতিয়ে দেখতেই এদিন দলের অনুশীলনে ‘রেইড’ করলেন আম্পায়ার।
No comments: