সুমন/রিপন/ খোকন//
মেহেরপুরে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের কর্মবিরতি
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে তিনদিনের কর্মবিরতি পালন করছে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
সংগঠনের জেলা শাখার সভাপতি ও মেহেরপুর পৌর সচিব তফিকুল আলমের নেতৃত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রকৌশলী শামিম রেজা, মেহেরপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি সেলিম খানা, সাধারণ সম্পাদক সানেয়ার হাসান দিপু, গাংনী শাখার সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক এনামুল হক, আবুল কালাম আজাদ, শফিউদ্দিন, জয়নাল আবেদীন, খালেদা বানু, মেহেদী আল মামুন, নুর মোহাম্মদ, মিলন হোসেনসহ দুটি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে অংশ নেন।
এসময় বক্তারা জানান, কর্মবিরতী চলাকালীন সময়ে শুধুমাত্র পানি সরবরাহ ব্যতিত সড়ক বাতি, পরিস্কার পরিচ্ছন্নতা, দাপ্তরিককাজসহ অন্যান্য সকল সেবা বন্ধ থাকবে।
No comments: