Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু অন্তত ১৪ -





   মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু অন্তত ১৪
 -



কানো: নাইজেরিয়ার ক্যামেরুন সীমান্তে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হল ১৪ জনের৷ স্থানীয় প্রশাসন জানিয়েছে, বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর সদস্যরা এই কাণ্ড ঘটিয়েছে৷ স্থানীয় সময় ভোর ৫টায় গামবোরু মসজিদের ভিতরে ঢুকে যায় এক আত্মঘাতী জঙ্গি৷ মসজিদের মধ্যেই নিজেকে উড়িয়ে দেয় ওই জঙ্গি৷

স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তা মিলিশিয়া উমর কাচাল্লা বলেন, ‘‘ এই হামলায় মসজিদটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে৷ ধ্বংসস্তূপ থেকে ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে৷ মসজিদ থেকে একজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে৷ বাকি, ধ্বংসাবশেষের নীচে আরও মৃতদেহ রয়েছে৷ চলছে উদ্ধার কাজ৷’’ এদিনের এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় প্রশাসন৷




গতবছরের শুরুতেই এই একই ভাবে বিস্ফোরণ ঘটেছিল নাইজেরিয়ায়৷ ওই হামলায় মৃত্যু হয় ১৩ জনের৷ গুরুতর আহত হন কমপক্ষে ৩০ জন৷ নাইজেরিয়ার চিবক শহরে হামলাটি ঘটানো হয়৷ হামলার পর ওই শহরেরই ২০০ জন স্কুলছাত্রীকে বোকো হারাম অপহরণ করে৷

উত্তর নাইজেরিয়ার চিবক শহরে পরপর দুটি আত্মঘাতী বিস্ফোরণে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়৷ বাজারের সামনে বিস্ফোরণ ঘটায় প্রাণ যায় নিরীহ মানুষের। চিবকের পুলিশ আধিকারিক আআয়ুবা চিবক জানান, বোর্ণোর প্রাণকেন্দ্র চিবক শহর। আশপাশের গ্রাম থেকে ব্যবসায়ীরা এই শহরের বাজারে দোকান বসায়। সেই বাজারের কাছেই পরপর দুটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply