পূণ্যভূমি সিলেট থেকে আগামী নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, 'নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা সমৃদ্ধির পথ দেখিয়েছে। বাংলাদেশ কারো কাছে হাত পেতে চলবে না। বিশ্বে মাথা উঁচু করে চলবে। সেই লক্ষ্য পূরণ করতে আগামী ডিসেম্বরে দেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।'
সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি আরও বলেছেন, এদেশে সন্ত্রাস-দুর্নীতি ও জঙ্গিবাদের কোনো স্থান হবে না। বাংলাদেশ হবে উন্নত সৃমদ্ধ দেশ। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে—এটাই তার সরকারের দৃঢ় প্রত্যয়।
মঙ্গলবার সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় শেখ হাসিনা একাদশ জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলে সমবেত লাখো জনতা দুই হাত তুলে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে দেশের এতো উন্নয়ন হতো না। দেশ এগিয়ে যেতে পারতো না। ওই নির্বাচনে জয়ী হয়ে ও সরকার গঠন করার পর তার সরকারের মেয়াদ চার বছর পূর্ণ করে পাঁচ বছরে পদার্পণ করেছে। পাঁচ বছরে পদার্পণ করেই পূণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন তারা।
আওয়ামী লীগ সভাপতি বলেন, 'দেশবাসীর প্রতি আহ্বান অতীতে যেভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করেছেন, আগামী নির্বাচনেও সেভাবেই ভোট দিয়ে ক্ষমতায় আনুন। কারণ আওয়ামী লীগেকে ভোট দিয়েই আজ দেশের উন্নয়ন হয়েছে।'
তিনি বলেন, 'আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগ জনগণের ভাগ্য পরিবর্তন করে। আওয়ামী লীগ সরকারই দেশের মানুষের দারিদ্র্য ২২ ভাগে নামিয়ে এনেছে।'
বিএনপি-জামায়াত জোট আবারও ক্ষমতায় আসলে দেশ আবারও ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে বলেও জনগণকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'বিএনপি ধ্বংস করতে জানে। সৃষ্টি করতে জানে না। যারা দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস করেছে, জঙ্গিবাদ সৃষ্টি করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে—তারা ক্ষমতায় এলে দেশের কোনো উন্নয়ন করতে পারে না। যারা এতিমের টাকা মেরে খায়, দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায়—তারা কীভাবে উন্নয়ন করবে? তারা ক্ষমতায় এলে দেশে ও মানুষের কোনো কল্যাণ হবে না।'
No comments: