নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধের জেরেে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় বুধবার রাত সাড়ে ১২টার দিকের ঘটনায় নিহতের নাম মোহাম্মদ আলী (৩০)।
পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেনসহ ৬ জনকে আটক করা হয়েছে।
নিহত মোহাম্মদ আলী উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারপাড় এলাকার মৃত আরজন আলীর ছেলে। তিনি পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের ভাগিনা ও যুবলীগ কর্মী।
সোনারগাঁ থানার ওসি (অপারেশন) আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নে কান্দারগাঁও এলাকায় ইউনিক গ্রুপ নামে কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে যুবলীগ নেতা জাকির হোসেন ও ইউপি সদস্য মোশারফ বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল।
তিনি জানান, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে যুবলীগ নেতা জাকিরের ভাগিনা যুবলীগ কর্মী মোহাম্মদ আলী বাড়ি ফেরার সময় পূর্বপরিকল্পিত ভাবে ইউপি সদস্য মোশারফসহ তার বাহিনীর লোকজন রাস্তা গতিরোধ করে। পরে মোহাম্মদ আলীকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
ওসি জানান, এ ঘটনার খবর শুনে এলাকাবাসী ও স্বজনরা আহত মোহাম্মদ আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে রাত আড়াইটার দিকে মোহাম্মদ আলী মারা যায়। এ ঘটনায় রাতেই স্থানীয় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেনসহ ৬ জনকে আটক করে পুলিশ।
তিনি আরও জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
No comments: