হুমকি আর হুমকি রইল না। এক মাসের মধ্যে উত্তর কোরিয়া তাদের দেশে পরমাণু হামলা করতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ–র ডিরেক্টর মাইক পম্পিও। কার্যকালের এক বছর পূর্তি উপলক্ষে বিবিসি নিউজকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পিয়ং ইয়ং এবং উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উনের হুমকি নিয়ে তাঁরা নিয়মিত পর্যালোচনা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রিপোর্ট দেন। সম্প্রতি সিআইএ রিপোর্ট দিয়েছে, কয়েক মাসের মধ্যেই আমেরিকায় হামলা চালানোর ক্ষমতা রাখে উত্তর কোরিয়া। কূটনৈতিক স্তরে উত্তর কোরিয়া সমস্যার সমাধান না হলে বড় বিপর্যয় নেমে আসবে। যার জেরে ব্যাপক জীবনহানির সম্মুখীন হতে পারে দুই সহযোগী দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপান। ক্ষমতায় আসার পরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কূটনৈতিক অনভিজ্ঞতার খেসারত দিতে হয়েছে ওয়াশিংটনকে। পরমাণু কর্মসূচী আরও জোরদার করেছে পিয়ংইয়ং। এই নিয়ে বাকযুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প এবং কিম। পম্পিও অবশ্য ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বলেছেন, প্রেসিডেন্টের টুইট বার্তা ভালভাবেই পড়তে পেড়ছেন কিম। ২০১৭ সালে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। নিউ ইয়ার ভাষণে পরমাণু অস্ত্রগুলোকে এক জায়গায় আনার নির্দেশ দিয়েছেন কিম।
No comments: