Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ভারতের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচে নেই প্রোটিয়া তারকা





ডারবান: টেস্ট সিরিজ জিতলেও ওয়ান ডে সিরিজ শুরুর আগেই প্রোটিয়া শিবিরে দুঃসংবাদ৷ছ’ ম্যাচের সিরিজের প্রথম তিনটি ওয়ান ডে-তে দলের বাইরে প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক এবি ডি’ভিলিয়ার্স৷আঙুলের চোটের জন্য বিস্ফোরক ব্যাটসম্যানকে বাইরে রেখেই সিরিজ শুরু করছে ডু’প্লেসি অ্যান্ড কোং৷


বৃহস্পতিবার কিংসমিডে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ৷ কিন্তু প্রথম তিনটি ম্যাচে প্রাক্তন অধিনায়ক তথা দলের এক নম্বর ব্যাটসম্যানকে পাচ্ছে না প্রোটিয়াবাহিনী৷ জো’বার্গে সিরিজের শেষ টেস্টে ডানহাতের তর্জনিতে চোট পান এবিডি৷ চিকিৎসকদের পরামর্শে প্রায় দু’ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দলের তারকা ব্যাটসম্যানকে৷ তবে ক্রিকেট সাউথ আফ্রিকার মেডিক্যাল টিমের আশা ১০ ফেব্রুয়ারি ওয়ান্ডার্রাসে সিরিজের চতুর্থ ওয়ান ডে-তে দলে ফিরবেন এবি৷ সেই কারণে প্রথম তিন ম্যাচে ডি’ভিলিয়ার্সের পরিবর্ত ঘোষণা করেনি প্রোটিয়া নির্বাচকরা৷

আরও পড়ুন: পাক বোলারদের পিটিয়ে নায়ক নাইট ব্যাটসম্যান

এবিডি না-থাকায় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে বিরাটদের৷ কারণ ভারতের বিরুদ্ধে এবিডি-র রেকর্ডটা দারুণ৷ ২৯টি ওয়ান ডে ইনিংসে ছ’টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরিসহ ১২৯৫ রান রয়েছে এই প্রোটিয়া ব্যাটসম্যানের ঝুলিতে৷ গড় ৫১.৮০৷ স্ট্রাইক রেট ১১১.৪৪৷



ছ’ ম্যাচের সিরিজ বিরাটরা ৪-২ অথবা তার বেশি ব্যবধানে জিতলে ওয়ান ডে ব়্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে ফের সিংহাসন ফিরে পাবে টিম কোহলি৷কিন্তু সিরিজ ড্র করলেই শীর্ষস্থান ধরে রাখবে প্রোটিয়াবাহিনী৷তিন টেস্টের সিরিজ ১-২ হারলেও ওয়ান ডে এবং টি-২০ সিরিজে আত্মবিশ্বাসী বিরাটবাহিনী৷তবে ডু’প্লেসিদের বিরুদ্ধে বিরাটরা ১-৫ ওয়ান ডে সিরিজ হারলে তিন নম্বরে (ইংল্যান্ডের পর) চলে যাবে ভারত৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply