Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেক্সিকোতে স্ত্রীকে খুন করে তাঁকে রান্না করল স্বামী





   
 মেক্সিকোতে স্ত্রীকে খুন করে তাঁকে রান্না করল স্বামী

 মহিলা বিদ্বেষী হওয়ায় নিজের প্রাক্তন স্ত্রীকে খুন করে, তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে তা স্টোভে রান্না করল এক ব্যক্তি। নারকীয় এই ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে। নিহত ওই মহিলা গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, ওই মহিলার প্রাক্তন স্বামী নারী বিদ্বেষী ছিল। সে কারণেই সে তার স্ত্রীকে নৃশংসভাবে খুন করে। তদন্তকারী গোয়েন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, চলতি বছরের ১৩ জানুয়ারি ২৮ বছরের ম্যাগডালেনা আগুইলার রোমেরো তাঁর সন্তানদের ট্যাস্কোতে তাঁর প্রাক্তন স্বামীর বাড়ি থেকে আনতে যান। কিন্তু স্বামীর বাড়ি থেকে আর তিনি ফিরে আসেননি। পরে পুলিস অভিযুক্ত সিজার লোপেজের বাড়ি থেকে মহিলার দগ্ধ দেহ উদ্ধার করে। স্টোভের ওপর একটি পাত্রে মহিলার টুকরো করা দেহাবশেষ পোড়া অবস্থায় পাওয়া যায়। কিছুটা দেহের টুকরো প্ল্যাস্টিক ব্যাগে করে ফ্রিজে রাখা ছিল, সেটাও উদ্ধার করে পুলিস। পুলিস অনুমান করছে, দেহটিকে টুকরো করে রান্না করা হয়েছিল। পুলিস ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
 
মুম্বই: হিন্দি ছবির জগতে বিশেষ অবদানের জন্য এবার যশ চোপড়া স্মৃতি পুরস্কার পাচ্ছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। ১৬ ফেব্রুয়ারি তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির থাকার কথা মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের। এই পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন যশ চোপড়ার স্ত্রী পামেলা, পরিচালক বনি কপূর, মধুর ভাণ্ডারকর, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক, অভিনেত্রী পদ্মিনী কোলাপুরি, চিত্রনাট্যকার হনি ইরানি, অনু ও শশী রঞ্জন। তাঁরাই এবার ২০টি ভিন্ন ভাষায় ১১ হাজারেরও বেশি গান গাওয়া আশাকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

২০১২ সালে প্রয়াত হন যশ চোপড়া। তাঁর স্মৃতিতে পুরস্কার দেওয়া চালু করেন সাংসদ টি সুব্বারামি রেড্ডি এবং অনু ও শশী। প্রাপককে ১০ লক্ষ টাকা দেওয়া হয়। এর আগে আশার দিদি অপর এক কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর, বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন, অভিনেত্রী রেখা, বলিউড বাদশা শাহরুখ খান এই পুরস্কার পেয়েছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply