চট্টগ্রাম টেস্টে শ্রীলংকার বিপক্ষে মুমিনুলের সেঞ্চুরিতে ছুটছে বাংলাদেশ
থিতু হয়ে ফিরেছিলেন তামিম-ইমরুল। তবে বাংলাদেশের রান তোলার গতিতে ভাটা পড়েনি। দারুণ জুটি গড়ে দলকে টেনে নিয়ে যাচ্ছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। এরই মধ্যে ১২২ রানের জুটি উপহার দিয়েছেন তারা। এ পথে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন পয়েট অব ডায়নামো খ্যাত মুমিনুল।
এক প্রান্তে শটের পসরা সাজাচ্ছেন মুমিনুল। অন্য প্রান্তে সাবধানী ব্যাটিং করছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। ৫২.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৪২/২। মুমিনুল ১০৩ ও মুশফিক ৪৪ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। দারুণ সূচনা করেন দুই ওপেনার তামিম-ইমরুল। উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৭২ রান।
ক্যারিয়ারের ২৫তম ফিফটি তুলে বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন তামিম। তবে শেষ পর্যন্ত হার মানেন তিনি। দিলরুয়ান পেরেরার অসাধারণ কুইকারে বোল্ড হয়ে ফেরেন ড্যাশিং ওপেনার। ফেরার আগে ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় করেন৫২ রান।
তামিমের বিদায়ের প্রভাব দলের ওপর পড়তে দিচ্ছিলেন না ইমরুল-মুমিনুল। দুজনই দ্রুত রান তুলছিলেন। তাদের ব্যাটে এগোচ্ছিল বাংলাদেশও। কিন্তু ভালো খেলতে খেলতে হঠাৎই খেই হারিয়ে ফেলেন ইমরুল। লাঞ্চের ঠিক একটু আগে লক্ষণ সান্দাকানের এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন এ বাঁহাতি ওপেনার (৪০) ।
No comments: