Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাংলাদেশের মন্ত্রিসভায় অনুমোদন পেলো সংবিধান সংশোধনীর খসড়া





   
  বাংলাদেশের মন্ত্রিসভায় অনুমোদন পেলো সংবিধান সংশোধনীর খসড়া

বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরও ২০ বছর বাড়ানো হচ্ছে
বাংলাদেশে সংবিধান সংশোধনী খসড়ায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২০ বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদে এখন ৫০টি সংরক্ষিত নারী আসন রাখার বিধান রয়েছে এবং আগামী বছর জানুয়ারিতে এ বিধানের মেয়াদ শেষ হবে।

মন্ত্রীসভার অনুমোদন পাওয়ার পর এখন প্রস্তাবটি বিল আকারে সংসদে উত্থাপন করবে আইন মন্ত্রণালয়।

আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে জানিয়েছেন যে সংসদে অনুমোদনের পর একাদশ সংসদ থেকে সংরক্ষিত নারী আসনের মেয়াদ বাড়ানোর নতুন প্রস্তাব কার্যকর হবে।
সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা, যা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের রয়েছে।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু বিবিসিকে বলেছেন বর্তমান সংসদের শেষে নারী আসনের কার্যকারিতা থাকবেনা। সে কারণেই সপ্তদশ সংশোধনী এনে ৫০ জন নারী সদস্য নির্বাচনের বিধান করতে হবে।
তিনি আরও বলেন সংবিধানের বিধান অনুযায়ী সংসদ গঠিত হবে ৩০০ সরাসরি নির্বাচিত সদস্য ও ৫০ জন নারী সদস্যকে নিয়ে। সে কারণেই এটা করতে হবে। নাহলে এটা পূর্ণাঙ্গ সংসদ হবেনা।
আরও পড়ুন 'আমার স্ত্রী এখন আর গোসলই করেনা'
আইপিএল নিলামের বিস্ময় কে এই নেপালি তরুণ?
‘যখন বুঝতে পারলাম আমার বিয়ে হয়েছে এক নপুংসকের সঙ্গে’
বাংলাদেশের বিভিন্ন সময়ে সংসদে নারী আসনের তথ্য - উপাত্ত:

প্রথম সংসদে (১৯৭৩ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত) মহিলা আসন ছিলো ১৫টি

দ্বিতীয় সংসদে (১৯৭৯ সালের নির্বাচনে গঠিত) মহিলা আসন ছিলো ৩০টি

তৃতীয় সংসদে (১৯৮৬ সালের নির্বাচনে গঠিত) মহিলা আসন ছিলো ৩০টি

চতুর্থ সংসদে (১৯৮৮ সালের নির্বাচনে গঠিত) মহিলা আসন ছিলোনা আইনের মেয়াদ শেষের কারনে

পঞ্চম সংসদে (১৯৯১ সালের নির্বাচনে গঠিত) আইন পাশ হওয়ায় আবার ৩০ টি সংরক্ষিত মহিলা আসন ফিরে আসে

ষষ্ঠ সংসদে (১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারী) সংরক্ষিত আসন ছিলো ৩০টি

সপ্তম সংসদে (১৯৯৬ সালের ১২ই জুন) নারীদের সংরক্ষিত আসন ছিলো ৩০টি

অষ্টম সংসদে (২০০১ সালের নির্বাচনে গঠিত) শুরুতে সংরক্ষিত আসন ছিলোনা আইনের মেয়াদ শেষ হওয়ায়।

২০০৪ সালে চতুর্দশ সংশোধনীতে আসন ৩০টি থেকে বেড়ে ৪৫ টি করা হয়

নবম সংসদ নির্বাচনে (২০০৮) সংরক্ষিত আসন ৪৫টি

৩ রা জুলাই ২০১১ তারিখে পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংরক্ষিত আসন ৫০টি

দশম সংসদ নির্বাচনে (২০১৪ নির্বাচন) সংরক্ষিত আসন ৫০টি।
   
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/punzu3BJqG0" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply