Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » আমারও টেবিলে নিউক্লিয়ার বাটন আছে’’ কিমকে পাল্টা হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্প






আমারও টেবিলে নিউক্লিয়ার বাটন আছে’’ কিমকে পাল্টা হুশিয়ারি  ডোনাল্ড ট্রাম্প


ওয়াশিংটন: ‘‘আমার পরমাণু অস্ত্রের বাটন অনেক বড় এবং সেই বোমার কার্যকারী ক্ষমতা উত্তর কোরিয়ার চেয়ে অনেক বেশি৷’’ উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে তাঁর ভাষাতেই জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷


চলতি সপ্তাহে ফের আমেরিকার উদ্দেশে পরমাণু বোমা ছোড়ার হুমকি দেন উত্তর কোরিয়ায় একনায়ক শাসক কিং জং উন৷ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘আমার টেবিলের নিচে পরমাণু অস্ত্র ছোঁড়ার বাটন থাকে৷ সেটা শুধু টিপে দেওয়ার অপেক্ষা৷’’ জবাব দিতে দেরি করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ টুইট করে তার প্রতিক্রিয়া, ওঁকে কেউ জানিয়ে দিক আমার টেবিলের নিচেও পরমাণু অস্ত্র ছোড়ার বাটন রয়েছে৷ সেই বাটন অনেক বড় এবং উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের থেকে তার কার্যকর ক্ষমতা অনেক বেশি৷’’






গত সোমবার নিউ ইয়ার উপলক্ষ্যে বার্ষিক ভাষণ দেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন৷ বলেন, ‘‘পুরো আমেরিকা আমাদের পরমাণু অস্ত্রের রেঞ্জে রয়েছে৷ যার বাটন আমার ডেস্কে রয়েছে৷ এটাই বাস্তব, কোন হুমকি নয়৷’’ তাৎপয্যপূর্ণভাবে সেই ভাষণে তিনি উত্তর কোরিয়ার পয়লা শত্রু দক্ষিণ কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানের কথা বলেন৷

উত্তর কোরিয়ার শাসক যেভাবে দক্ষিণ কোরিয়ার প্রতি নরম মনোভাব দেখিয়েছে তা নিয়ে সন্দিহান প্রকাশ করেছেন ডন৷ ট্রাম্প সেই ঘটনার উল্লেখ করে টুইট করে বলেন, ‘‘রকেট ম্যান(এই ডাক নামে কিম জং উনকে সম্বোধন করেন ডন) প্রথমবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্তালাপ শুরু করতে চাইছে৷ হয়তো এটা ভালো খবর, হয়তো মন্দ খবর৷ সেটা ভবিষ্যতই বলবে৷’’

গত সোমবার নিউ ইয়ার উপলক্ষ্যে বার্ষিক ভাষণ দেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন৷ বলেন, ‘‘পুরো আমেরিকা আমাদের পরমাণু অস্ত্রের রেঞ্জে রয়েছে৷ যার বাটন আমার ডেস্কে রয়েছে৷ এটাই বাস্তব, কোন হুমকি নয়৷’’ তাৎপয্যপূর্ণভাবে সেই ভাষণে তিনি উত্তর কোরিয়ার পয়লা শত্রু দক্ষিণ কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানের কথা বলেন৷
উত্তর কোরিয়ার শাসক যেভাবে দক্ষিণ কোরিয়ার প্রতি নরম মনোভাব দেখিয়েছে তা নিয়ে সন্দিহান প্রকাশ করেছেন ডন৷ ট্রাম্প সেই ঘটনার উল্লেখ করে টুইট করে বলেন, ‘‘রকেট ম্যান(এই ডাক নামে কিম জং উনকে সম্বোধন করেন ডন) প্রথমবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্তালাপ শুরু করতে চাইছে৷ হয়তো এটা ভালো খবর, হয়তো মন্দ খবর৷ সেটা ভবিষ্যতই বলবে৷’’








«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply