মেহেরপুরের টুকরো খবর গুলো দেখুন
ষ্টাফ রিপোটার//
মেহেরপুরে অস্ত্র মামলায় দুই জনের কারাদন্ড
মেহেরপুরে অস্ত্র মামলায় জামাল উদ্দিন মন্ডল নামের এক আসামীর ১৭ বছর এবং তার সহযোগি হাশেম আলী মিন্টু’র ১০ বছর সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-চতুর্থ আদালকের বিচারক তাজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্ত জামাল উদ্দিন মন্ডল গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে এবং হাশেম আলী মিন্টু একই উপজেলার কসবা গ্রামের ইশরান আলীর ছেলে ।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৩ ডিসেম্বর জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া থেকে জামাল উদ্দিনকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সহযোগি মিন্টুকে আটক করা হয়। তাদের কাছে থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ২৮ জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ২৪ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
মামলায় রাষ্ট্র পক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর রুস্তুম আলী এবং আসামি পক্ষে কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রুস্তম আলী জানান, এক বছরের মধ্যে অস্ত্র মামলার মতো একটি গুরত্বপূর্ণ মামলার বিচার কাজ শেষ হয়ে রায় ঘোষনা হলো। এটি একটি নজির। তিনি আশা করে জানান, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।
ষ্টাফ রিপোটার//
মেহেরপুরের প্রবীন রাজনীতিবিদ এবং প্রাক্তন শিক্ষক ইসলাম আলী মাষ্টার মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মূত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মূত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে সহ বহুগুনাগ্রাহী রেখে গেছেন। ইসলাম আলী মাষ্টারের মূত্যুতে গভির শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ, সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহামেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন জানান, আজ বাদ আছর যাদবপুর ঈদগাহ নামাজে জানাজা শেষে যাদবপুর কবরস্থানে তাকে দাফন করা হবে
ইসলাম আলী মাষ্টার দীর্ঘ দিন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক সংবাদ পত্রিকার জেলা সংবাদাদা ছিলেন। মেহেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পরে একাধিক মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সহকারী শিক্ষক ছিলেন।
মেহেরপুরের গাংনীতে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী তালাশ হোসেন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় গাংনী পৌর এলাকার শিশিরপাড়া থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মামুন। তালাশ শিশিরপাড়া গ্রামের তকবির আলীর ছেলে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,একটি মামলায় আদালত তালাশ হোসেনকে ৭ বছরের কারাদন্ড প্রদান করে। আদালতের রায় ঘোষনার পর থেকে তালাশ পালতক ছিলো। তালাশ হোসেন শিশিরপাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তালাশ হোসেনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলা কারাগারে প্রেরন করা হবে।</p>