ওবায়দুল কাদের ও মোহাম্মদ নাসিম
ওবায়দুল কাদের ও মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছে, রোহিঙ্গাদের স্রোত এখনও থামেনি। এই স্রোতের সাথে অবৈধ অস্ত্র, মাদক এবং দুষ্কৃতিকারীর অনুপ্রবেশ যাতে না ঘটে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
আজ (কক্সবাজারে) একটি হোটেলে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে দেয়া ত্রাণসামগ্রী গ্রহণকালে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে মিয়ানমার সরকার। রোহিঙ্গাদেরকে সসম্মানে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকেই উদ্যোগ নিতে হবে।
এ সময় তিনি জানান, ইতোমধ্যেই বারোটি রোহিঙ্গা ক্যাম্পের জন্য সৌর-বিদ্যুৎচালিত পাঁচশ’টি সড়কবাতি এবং দুই হাজার হোম-সিস্টেম প্যানেল বরাদ্দ দেয়া হয়েছে।
এদিকে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিশ্ব নেতৃবৃন্দের চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।
আজ সিরাজগঞ্জে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের নাসিম বলেন, রোহিঙ্গা নাগরিকদের ওপর ইতিহাসের জঘন্যতম নির্যাতন চালাচ্ছে মিয়ানমারের বর্বর সরকার। তারা নিজের দেশের মানুষকে হত্যা করেছে, নির্যাতন ও ধর্ষণ করেছে। আর বাংলাদেশ সরকার তাদের আশ্রয়, খাদ্য ও স্বাস্থ্যসেবাসহ মানবিক সকল সাহায্য দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রশংসা কুড়িয়েছেন। আশ্রিত রোহিঙ্গাদের মায়ের মমতা ও বোনের ভালোবাসা দিয়ে খাদ্য ভাগ করে খেয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি (হাসিনা) শুধু সরকার প্রধান বা শাসক নন- মানবতারও নেত্রী।#