এক নম্বর দল হিসেবে জিতেই বিশ্বকাপ শুরু ঘানার
।
জমে গেল বিশ্বকাপের আসর। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম দেখে বোঝার উপায় ছিল না এটা যুব বিশ্বকাপ চলছে। দাপিয়ে খেলল প্রথম দুই দল। ঘানার কাছে যদিও হারতে হল কলোম্বিয়াকে। বিশ্বকাপের এক নম্বর দল হিসেবে আরও ব্যবধান বাড়াতেই পারত ঘানা কিন্তু একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হল। সুযোগ নষ্টের তালিকায় নাম লিখিয়ে ফেলল কলোম্বিয়াও।
যদিও স্ট্যাটিসটিক্স বলছে কোনও কোনও জায়গায় এগিয়ে থাকল ঘানাই। যেমন গোলে মোট শট ঘানা যেখানে নিল ৩ সেখানে কলম্বিয়া ২। মোট গোলমুখি শট ঘানার ৮ তো কলম্বিয়া। কর্নার কিক কলম্বিয়ার ৬, ঘানার ৪। বল পজেশনে কিন্তু অনেকটাই এগিয়ে থাকল কলম্বিয়া। কলম্বিয়ার ৫৯ শতাংশ, ঘানার ৪১ শতাংশ। যদিও সবে শুরু ফুটবল কখন যে ভাগ্য বদলে দেবে তা কেউ জানে না। তাই প্রমাদ গুনতেই হচ্ছে।