Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ঘুরে দাঁড়ানোই লক্ষ্য অসিদের





 ঘুরে দাঁড়ানোই লক্ষ্য অসিদের


  অভিষেক ২০১২ সালে। অথচ একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেতে প্রায় পাঁচটা বছর লেগে গিয়েছে ম্যাথু ওয়েডের। তার চেয়েও বড় কথা, চলতি বছরের শুরুতে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুিরর পর, ব্যাটে রানের খরা। সেঞ্চুরির পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ ছাড়া বাকি কোনও ম্যাচে দশের গণ্ডি পেরোতে পারেননি। সিরিজে দুটি ম্যাচে পিটার হ্যান্ডসকম্বকে উইকেটে পিছনে দাঁড় করাতে বাধ্য হয়েছে অসি টিম ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে যেন–তেন প্রকারনে তাঁকে যে রান করতে হবে, তা বিলক্ষণ বুঝেছেন ওয়েড। তাই তো ম্যাচের সকালে সাংবাদিক সম্মেলনে এসে স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমার ব্যাটিং ফর্ম মোটেও ভাল যাচ্ছে না। এই পরিস্থিতিতে কী হয়ে গিয়েছে সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাই না। নির্বাচকরাও জানিয়ে দিয়েছেন, টিম থাকতে হলে রান করতে হবে।’

ময়নাতদন্তে নেমে উপমহাদেশে ব্যাটিং ব্যর্থতার রোগ খুঁজে পাচ্ছেন না ফর্ম হাতড়ে বেড়ানো ওয়েড। বলেন, ‘বাংলাদেশের পর এখানেও ব্যাট হাতে ব্যর্থ হচ্ছি। অথচ অতীতে ভারত সফরে এতটাও খারাপ ব্যাট করিনি। যদিও এবারও ঘাবড়ানোর মতো কিছু দেখছি না। কীভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে সেটা জানি।’ বেঙ্গালুরু ম্যাচে ব্যাট করতে নেমে খুব বেশি বল খেলার সুযোগ পাননি। সেসব নিয়ে না ভেবে আপাতত অ্যাসেজের দলে জায়গা করে নেওয়ার লক্ষ্যেই তিনি এগিয়ে যেতে চান। বলেন ওয়েড। তাঁর কথায়, ‘এখন একটাই লক্ষ্য। যে কোনও পরিস্থিতিতে, যে কোনও জায়গায় ব্যাট হাতে মাঠে নেমে রান করা। সেজন্য কঠোর পরিশ্রম করছি।’ ব্যাটিংয়ের মতো, কিপিং নিয়ে অবশ্য ভাবিত নন ওয়েড। বাংলাদেশ সফরে তাঁর কিপিং নিয়ে সমালোচনা হলেও, বিষয়টাকে সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। বলেন, ‘নির্বাচকরা আশ্বস্ত করে বলেছেন, কিপিং নিয়ে না ভেবে ব্যাটিংয়ে রান করায় জোর দিতে।’
সিরিজে প্রত্যাবর্তনের লড়াইয়ে অবশ্য কোহলি মন্ত্রেই উদ্বুদ্ধ হচ্ছে অসি শিবির। ভারত অধিনায়ক তাঁদের অপছন্দের তালিকায় যতই ওপরে থাকুন না কেন, মাঠে ও মাঠের বাইরে কোহলির লড়াইটাই যেন এখন স্মিথদের কাছে অনুপ্রেরনা। ২০১৬ সালে কোহলিদের অস্ট্রেলিয়া সফরের প্রসঙ্গ টেনে দেশের ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে অসি পেসার কেন রিচার্ডসন বলেছেন, ‘সেবার একদিনের সিরিজে ৪–০ পিছিয়ে পড়ার পর কোহলি সতীর্থদের বলেছিল, সম্মানরক্ষার লড়াইয়ে নেমে সিরিজের বাকি ম্যাচ আমাদের জিততে হবে। এবং টি–২০ সিরিজ শেষে ওরা কিন্তু ৪–৪ করে দেশে ফিরেছিল। সিরিজে এখন আমরা ১–৩ পিছিয়ে। শেষ একদিনের ম্যাচের পর, তিনটে টি–২০ জিততে পারলে মনে করি সিরিজটা ভালভাবেই শেষ করতে পারব। এখন সেটাই আমাদের লক্ষ্য।’






«
Next
Newer Post
»
Previous
Older Post