Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ফের আইসিসি একদিনের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত





ফের আইসিসি একদিনের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত, পাঁচ নম্বরে উঠলেন রোহিত
দুবাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে হারের জেরে আইসিসি একদিনের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেও, গতকাল শেষ ম্যাচ জিতে ফের শীর্ষে উঠে এল ভারত। গতকাল দুরন্ত শতরান করা রোহিত শর্মা চার ধাপ উঠে ব্যাটসম্যানদের মধ্যে এখন পাঁচ নম্বরে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি এক নম্বরেই আছেন।


গতকালের ১২৫ সহ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গতকাল শেষ হওয়া একদিনের সিরিজে ২৯৬ রান করেছেন রোহিত। গতকাল তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ভারতের এই ডানহাতি ওপেনারের রেটিং পয়েন্ট এখন ৭৯০। এটাই তাঁর কেরিয়ারের সেরা রেটিং। তবে এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠেছিলেন রোহিত। এবার তার চেয়ে একধাপ নীচে তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল থেকে বাদ পড়লেও, একদিনের সিরিজে ওপেন করা অজিঙ্ক রাহানে চার ধাপ উঠে এখন ২৪ নম্বরে। ভারতের অপর এক ব্যাটসম্যান কেদার যাদব আট ধাপ উঠে ৩৬ নম্বরে।



সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ভারতীয় পুলিশ আজ (সোমবার) সকালে এক বিবৃতিতে দাবি করেছে, পাকিস্তানি সেনাদের গুলিতে ভারত নিয়ন্ত্রিত কাাশ্মিরের পুঞ্চ জেলায় ১০ বছরের এক শিশু এবং এক কিশোরী নিহত হয়েছে।

এ ঘটনায় পাঁচ বেসামরিক নাগরিক আহত হয়। ভারতীয় সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল নিতিন জোশি বলেন, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে কয়েকটি সামরিক চৌকি লক্ষ্য করে স্বয়ংক্রিয় মেশিনগান ও মর্টারের গোলা ছোঁড়ে।

এদিকে, পাকিস্তানি গণমাধ্যম বলছে, আযাদ কাশ্মিরের হাভেলি জেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে ভারতীয় সেনারা গোলা বর্ষণ করেছে। হাভেলি জেলার উপ কমিশনার চৌধুরী কাশফি হোসেইনের বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, ভারতীয় সেনারা ভোর ৬টার দিকে গোলা বর্ষণ শুরু করে। এতে  সীমান্তের দিগওয়ার গ্রামে দ্বীন মোহাম্মাদ নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। কাশফি জানান, গোলাগুলি শুরুর পরপরই ক্ষয়ক্ষতি এড়াতে তিনি ঝুঁকিপূর্ণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার নির্দেশ দেন।#






«
Next
Newer Post
»
Previous
Older Post