Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» »Unlabelled » থাইরয়েড: অযথা চিন্তার কারণ নেই





 থাইরয়েড: অযথা চিন্তার কারণ নেই


ছোট থেকে বড়, এখন অনেকেই থাইরয়েডের সমস্যায় ভুগছেন৷ বিশেষ করে মহিলাদের থাইরয়েডে আক্রান্ত হওয়ার সমস্যা ক্রমশ বাড়ছে৷থাইরয়েডে আক্রান্ত হলে কিভাবে বুঝবেন? জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক ড:সাগ্নিক মুখোপাধ্যায়৷

থাইরয়েড আমাদের শরীরের একটি গ্রন্থির নাম ৷ আমাদের গলার স্বরযন্ত্রের দুই পাশে এটি থাকে৷ এই গ্রন্থির কাজ হল আমাদের শরীরের কিছু অত্যাবশ্যকীয় হরমন উৎপাদন করা। থাইরয়েড সাধারনত দুই প্রকার হয়৷যেমন,

১ হাইপো থাইরয়েড


২ হাইপার থাইরয়েড

হাইপো থাইরয়েডের লক্ষণঃ

১ ক্লান্তি

২ স্হূলতা

৩ দূর্বলতা

৪ Mental slowness

৫ হার্টের স্পন্দন ধীরে হওয়া

৬ মহিলাদের পিরিয়ডে অস্বাভাবিক দেখা দেওয়া

হাইপার  থাইরয়েডের লক্ষণঃ

১ গরম সহ্য করতে না পারা

২ ওজন কমে যাওয়া

৩ উদ্বেগ

গয়টার হাইপো, হাইপার অথবা Normal থাইরয়েডের কারনেও হতে পারে যদিও অনেকক্ষেত্রে দেখা গেছে কোনো ক্লিনিক্যাল সিনটম ছাড়াই থাইরয়েড ধরা পড়েছে ৷

কি কি কারণে থাইরয়েড হতে পারে ?

যে গ্ল্যান্ড থেকে থাইরয়েডের হরমোন নিসৄত হয় সেই গ্ল্যান্ড নষ্ট হয়ে গেলে থাইরয়েড হতে পারে৷ বেশ কয়েকটি কারণে এই গ্ল্যান্ড নষ্ট হয়ে যেতে পারে ৷ যেমন

১ বিভিন্ন ঔষধের সাইড এফেক্ট

২  কেমিক্যালযুক্ত খাদ্যদ্রব্য থেকে

৩ অটো-ইমিউল

৪ ক্যান্সারে আক্রান্ত হলে

এছাড়াও অনেক বিরল এবং জটিল কারনে থাইরয়েড গ্রন্হি নষ্ট হয়ে যেতে পারে ৷

কি খাবেন না?

১ হাইপো থাইরয়েডে আক্রান্তদের হাইক্যালোরিযুক্ত খাবার না খাওয়াই ভালো ৷

২ হাইপার  থাইরয়েডে আক্রান্তদের ক্ষেত্রে স্বাভাবিক ডায়েট ৷ তবে তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে ৷

হাইপো থাইরয়েডে আক্রান্তদের নিয়মিত এক্সারসাইজ করা জরুরী ৷

চিকিৎসকের বিশেষ পরামর্শঃ

১ থাইরয়েড নিয়ে অযথা চিন্তা করবেন না ৷

২ থাইরয়েড রোগের যথাযথ চিকিৎসা হলে অধিকাংশ রোগী সুস্হ হয়ে ওঠে ৷

৩ থাইরয়েড রোগের ঔষুধ সারাজীবন খেতে হয় না ৷

৪ এই রোগের ক্ষেত্রে বিজ্ঞানসন্মত চিকিৎসা একান্ত বাঞ্ছনীয় ৷







«
Next
Newer Post
»
Previous
Older Post