Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লাস ভেগাসের হামলার দায় স্বীকার করল আইসিস





লাস ভেগাসের হামলার দায় স্বীকার করল আইসিস

  লাস ভেগাসে মিউজিক ফেস্টিভ্যালে হামলার দায় স্বীকার করল আইসিস। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আইসিস স্বীকার করেছে হামলায় নিহত বন্দুকবাজ তাদেরই সৈনিক।  হামলাকারীর পরিচয় সামনে আনল পুলিস। জানা গিয়েছে, হামলাকারীর নাম স্টিফেন প্যাডক।
কে এই স্টিফেন প্যাডক?


পুলিস সূত্রের খবর, বছর ৬৪-র ওই ব্যক্তি মার্কিন নাগরিক। তার বিরুদ্ধে এর আগেও যৌন নিপীড়নের অভিযোগ ছিল পুলিসের খাতায়। ওই ব্যক্তির সঙ্গে আরও এক মহিলা ছিল বলে পুলিসের অনুমান। তাঁরও বয়স আনুমানিক ৬২ বছর। মহিলার উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি। ওই মহিলা স্টিফেন প্যাডকের সঙ্গেই থাকতেন বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে।


ঘটনার পর থেকে পলাতক সে। তার খোঁজে চলছে চিরুনি তল্লাশি। পুলিসের গুলিতে ক্যাসিনোর ৩২ তলায় এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে।
তবে স্টিফেন প্যাডকের উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয় পুলিসের কাছে। রবিবার মধ্যরাতে লাস ভেগাসে ম্যানডালি বে রিসর্ট অ্যান্ড হোটেলে রুট ৯১ হারভেস্ট কান্ট্রি মিউজিক ফেস্টিভ্যালে এলোপাথাড়ি গুলি চলে। তাতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ জনের। আহত ২০০-এর বেশি






«
Next
Newer Post
»
Previous
Older Post