বয়স লুকিয়ে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ থেকে ছিটকে গেল নাইজেরিয়া
ভারতের মাটিতে হতে চলা অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে বয়স ভাঁড়ানো রুখতে অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে চলেছে ফিফা। যুব বিশ্বকাপে অংশ নিতে চলা সব দেশের প্রতিটা ফুটবলারের কবজির এমআরআই করাবে স্বয়ং ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যাতে ফুটবলারের সঠিক বয়স ধরা পড়ে। যে মেশিন দিয়ে এমআরআই করানো হবে সেই মেশিন ও এসে পৌঁছেছে ভারতে। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার যুব বিশ্বকাপে ফুটবলারদের বয়স নিয়ে কড়া মনোভাব দেখাচ্ছে ফিফা। সম্প্রতি পাঁচবারের অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ চ্যাম্পিয়ন নাইজেরিয়ার ২৬জন ফুটবলারই বয়স ভাঁড়িয়ে ধরে পড়েছে। যার ফলে ভারতের মাটিতে বিশ্বকাপে খেলতে দেখা যাবে না আফ্রিকার এই দেশকে।