যুক্তরাজ্য রোহিঙ্গাদের মানবিক সহায়তা পাঠিয়েছে
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি) মায়ানমারের সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য মানবিক সাহায্য পাঠিয়েছে।
আজ এখানে ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ত্রাণ সামগ্রী বুধবার থেকে বিতরণ শুরু হয়েছে। কুতুপালং ও বালুখালিতে অস্থায়ী ছাউনি তৈরি করে রোহিঙ্গাদের বসবাসের অবস্থার উন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এই ত্রাণ বিতরণ আগামী সপ্তাহেও অব্যাহত থাকবে।
২৫ আগস্টের পর মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জরুরি মানবিক সাহায্যের প্রয়োজনে বৃটিশ সরকার ইতোমধ্যেই ৩০ মিলিয়ন পাউন্ড অর্থ সরবরাহের ঘোষণা দিয়েছে।