Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুরের টুকরো খবর গুলো দেখুন





 সুমন/রিপন/ খোকন// মেহেরপুরের   টুকরো  খবর গুলো  দেখুন
 
 মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তাজ আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু

 মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তাজ আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৪ টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইন্তাজ আলী ওই গ্রামের মজু আলীর ছেলে।

নিহতের ছোট ভাই উজ্জল আলী বলেন, বাড়ীর পানির টিউবয়েলের সাথে বৈদ্যুতিক মোটর লাগানো আছে। পানি তোলার জন্য মোটরের সুইজে চাপ দিলে সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাতক্ষনিক তাকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ইন্তাজ আলীর তিন ছেলে রয়েছে।
গাংনী থানার ওসি (তদন্ত) কাফরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মেহেরপুর শহরের মল্লিক পাড়া এলাকার গাঁজা রাখার দায়ে সোহেল শেখ নামের একজনের ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
 বুধবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট সামিউল হক এ আদালত পরিচলনা করেন।
 দন্ডতি সোহেল শেখ একই পাড়ার হারু শেখের ছেলে। ভ্রাম্যমান আদালত বিচারক সামিউল হক জানান, গাঁজ রাখার অপরাধে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। এরআগে বিকালে সদর থানার এসআই আসসান তাকে গাঁজাসহ আটক করে।




মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত গোভীপুর ফুটবল টুর্নামেন্টে জোড়পুকুরিয়া একাদশ জয়লাভ করেছে।
 মঙ্গলবার বিকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় জোড়পুকুরিয়া একাদশ ৩-১ গোলে ধলা একাদশকে পরাজিত করে।
  বিজয়ী দলের জুয়েল, স্বপন, মানুন এবং বিজত দলের সবুর ১টি করে গোল করেন



মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির সাথে টেলিটক বাংলাদেশ লিঃ এর বিদ্যুৎবিল গ্রহণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 বুধবার সকালে মেহেরপুর পল্লীবিদুৎ আফিসে এ চুক্তি সম্পদিত হয়। মেহেরপুর পল্লিিবদ্যুৎ সমিতির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) রেজাউল করিম 
 টেলিটকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার (মাকেটিং) হাবিবুর রহমান ।
 অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির নিবাহী প্রকৌশলী মহিউদ্দিন, এ জিএম (রাজস্ব) নাজিম উদ্দিন, জেলা টেলিটকের ডিস্ট্রিউবিটর মোহাম্মদ রুবেল, টেলিটকের মার্কেট প্রমোটার শাফিরুল ইসলাম প্রমুখ




মেহেরপুরের গাংনীতে কৃষক ইয়ারুল ইসলাম হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
 মঙ্গলবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টি এম মুসা এ আদেশ দেন। একই সঙ্গে দন্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাস করে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
 দন্ডপ্রাপ্তরা হলেন-গাংনী উপজেলার কসবা গ্রামের খলিল হোসেন, কামাল হোসেন, লাল মিয়া, তরিকুল ইসলাম, পাঞ্জাব আলী, আশিরুল ইসলাম। আদেশ ঘোষনার সময় আদালতে তরিকুল ইসলাম, পাঞ্জাব আলী ও আশিরুল ইসলাম পলাতক ছিলেন। মামলায় অভিযুক্ত বাকি ৬ আসামিকে বেকসুল খালাস দেওয়া হয়েছে।
 মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ৩১ অক্টোবর রাতে উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে কৃষক ইয়ারুল ইসলামকে গলাকেটে হত্যা করে আসামিরা। ওই ঘটনার পরদিন ইয়ারুল ইসলামের স্ত্রী চম্পা খাতুন গাংনী থানায় ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে তদন্তকারী কর্মকর্তা এস আই মেজবাহ উদ্দিন ১২ জনকে অভিযুক্ত করে ২০০৫ সালের ২৫ ডিসেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ১২ জন সাক্ষী প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে মিনা পাল আইনজীবীর দায়িত্ব পালন করেন।


 মেহেরপুরের গাংনীতে রেশমা খাতুন (২৬) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। রেশমা খাতুন ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল জাব্বারের স্ত্রী এবং বড় বামন্দী গ্রামের আহসান আলীর মেয়ে। স্থানীয়রা জানান, পরোকিয়া প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অভিমানে গত শনিবার রেশমা খাতুন তার বাবার বাড়িতে বিষপান করে প্রথমে  গাংনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রেশমার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যায় সে। স্থানীয়রা আরো জানান,বড় বামন্দী গ্রামের আহসান আলীর মেয়ে রেশমা খাতুনের সাথে গত ৯ বছর আগে বিয়ে হয় কসবা গ্রামের হানিফ আলীর ছেলে আব্দুল জাব্বারের। জীবন জীবিকার তাগিদে গত ৩ বছর আগে মালয়েশিয়ায় যান আব্দুল জব্বার। স্বামী বিদেশে যাওয়ার পর রেশমা খাতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে সেন্টু আলীর সাথে। সম্প্রতি পরোকিয়া প্রেমের কারনে তারা ঘর বাধার সপ্নে অজানার উদ্যোশে পাড়ি জমায়। বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হলে একদিন পর রেশমাকে কৌশলে তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে সেন্টু আত্মগোপন করে। এ ঘটনা রেশমার স্বামী জানতে পেরে ঘর সংসার করতে অনিহা প্রকাশ করে আব্দুল জব্বার। একদিকে স্বামীকে না পেয়ে অন্যদিকে প্রেমিক সেন্টুকে হাত ছাড়া করে অভিমানে রেশমা তার বাবার বাড়িতে বিষপান করে আত্মহত্যা করে। এব্যপারে সেন্টু আলীর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নী।



 মেহেরপুরের গাংনী পৌরসভার ১নং (বাঁশবাড়িয়া) ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। মঙ্গলবার দুপুরে প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদুল আলমের কাছে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা হলেন-গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মদন,সাবেক প্যনেল চেয়ারম্যান শামসুদ্দীন শেখ,শ্রমিক নেতা মিজারুল ইসলাম মিজান ও হামিদুল ইসলাম। গত ১৮ সেপ্টম্বর সোমবার নির্বাচন কমিশন গাংনী পৌরসভার ১নং (বাঁশবাড়িয়া ) ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে তফসিল ঘোষনা করেন। তফসিল ঘোষনার পর জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী এ সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি জারি করে। তফসিল অনুযায়ী ৩ অক্টোবর মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়। যাচাই বাছাই ৪ আক্টোবর,১৫ আক্টোবর প্রত্যাহার ও ৩০ আক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গত ৫ আগষ্ট গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলামের মৃত্যু জনিত কারনে এ নি</p>






«
Next
Newer Post
»
Previous
Older Post