বার্সাকে তাড়াতে চিঠি দিলেন নেইমার
বার্সিলোনাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য উয়েফাকে চিঠি দিলেন নেইমার। জানা গেছে, তাঁর আইনজীবীদের একটি দল উয়েফাকে চিঠি পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যেই। স্প্যানিশ ক্লাব থেকে প্যারিস সাঁ জাঁ–য় আসার পর, নেইমারের লয়্যালটি বোনাস বাবদ প্রাপ্য ২৩ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯৮ কোটি টাকা) দিতে অস্বীকার করে বার্সিলোনা। কারণ হিসেবে জানানো হয়, পিএসজি–তে যাওয়ার সময় ক্লাবের কিছু নিয়ম ভঙ্গ করেছেন ব্রাজিলীয় তারকা। উল্টে তাঁকে যে ‘রিনিউয়াল প্রিমিয়াম’–এর অর্থ দেওয়া হয়েছিল, সেটাও ফেরত চাওয়া হয়। কিন্তু বোনাসের ব্যাপারে নেইমার অনড়। ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছে, অন্যায়ভাবে তাঁকে অর্থ দেওয়া হচ্ছে না। তাই উয়েফার কাছে কড়া শাস্তির আবেদন করেছেন। যদিও উয়েফা এখনও চিঠির কোনও প্রত্যুত্তর দেয়নি।