Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বদ্রীনাথ কি দুলহনিয়া’র পর এবার ১০০ কোটির ক্লাবে বরুণের ‘জুড়ুয়া ২’





বদ্রীনাথ কি দুলহনিয়া’র পর এবার ১০০ কোটির ক্লাবে বরুণের ‘জুড়ুয়া ২’
   সলমন খান অভিনীত ‘জুড়ুয়া’-র কেটে গিয়েছিল পাক্কা ২০ বছর। বক্স-অফিসে মুক্তি পেয়েছে সেটির সিক্যুয়েল ‘জুড়ুয়া ২’। আর মুক্তির দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ১০০ কোটির ক্লাব ঢুকে গেল বরুণ ধাওয়ান অভিনীত সিনেমাটি। ‘জুড়ুয়া’ অবতারে ৯৭-এ পর্দা কাঁপিয়েছিলেন স্বয়ং সলমন খান। সেই নস্ট্যালজিয়া উসকেই পর্দায় ‘জুড়ুয়া ২’-কে ফিরিয়ে এনেছেন বরুণ ধাওয়ান। নেপথ্যের কারিগর সেই ডেভিড ধাওয়ান। দর্শকরাও ভূয়সী প্রশংসা করেছেন সিনেমায় বরুণের অভিনয়ের। আর ডেভিড ধাওয়ানের পুত্র বুঝিয়ে দিয়েছেন আগামী দিনে তিনি আরও অনেকদূর যাবেন। সিনেমায় বরুণের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী তপসী পান্নু এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। এছাড়াও অতিথি অভিনেতা হিসেবে রয়েছেন সলমন খানও। তবে এর মধ্যেই জল্পনা, নিজের পারিশ্রমিক নাকি বাড়িয়ে দিয়েছেন বরুণ। সিনেমা প্রতি অন্তত ২৫ কোটি টাকা চেয়েছেন তিনি।

[সন্তানদের দুর্ব্যবহার, একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেও অবাক রক্ষা প্রৌঢ়ার]
চলতি বছরের শুরুতেই বক্স অফিস কাঁপিয়েছিল বরুন ধাওয়ানের আর একটি সিনেমা ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’। ১০০ কোটির ব্যবসা করেছিল সেটিও। তার আগে বলিউডে সাড়া ফেলেছিল বরুণের ‘বদলাপুর’। ফিল্ম বিশেষজ্ঞ তরণ আর্দশ ‘জুড়ুয়া ২’-র বক্স অফিসের কালেকশন সম্পর্কে জানান, মুক্তির এক সপ্তাহ পর শুক্রবার বক্স অফিসে সিনেমাটি ৪ কোটি ২৫ লক্ষ টাকা আয় করেছে। সব মিলিয়ে দেশে ১০২ কোটি ৩৩ লক্ষ টাকা আয় করল ‘জুড়ুয়া ২’। সম্প্রতি মুক্তি পেয়েছে সেফ আলি খানের ‘শেফ’ এবং হলিউড সিনেমা ‘ব্লেড রানার ২০৪৯’। তা সত্ত্বেও দুর্দান্ত ব্যবসা করছে সিনেমাটি।






«
Next
Newer Post
»
Previous
Older Post