এমবিবিএস-ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ ছিলো না : নাসিম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ ছিলো না।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য অধিদফতরের অধীনে ঢাকাসহ সারাদেশে ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের প্রায় দশ হাজার আসনের বিপরীতে ৮২ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
মোহাম্মদ নাসিম বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা কমিটির সদস্যরা সঠিকভাবে মনিটরিং করছেন। সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এমবিবিএস পরীক্ষায় কোনো ধরনের প্রশ্ন ফাঁসের সুযোগ নেই। প্রশ্ন ফাঁসের নামে গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজব সৃষ্টিকারীরা মেধাবীদের শত্রু।
দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্বিতীয় বার ভর্তিচ্ছুদের ৫ নম্বর কাটা হবে। আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। যেটা সুপ্রিম কোর্ট যথার্থ বলেছে। এটা ভবিষ্যতে থাকবে কিনা সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এসময় স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষাবিদ সৈয়দ আবুল মকসুদ, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো.আবদুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।