রোহিঙ্গাদের সাহায্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান ত্রাণ মন্ত্রীর
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে রোহিঙ্গাদের সাহায্যের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মহানুভবতায় সম্পূর্ণ মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের এসব নাগরিক যে ধরনের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে তা সভ্য সমাজে সম্পূর্ণ অমানবিক ও অকল্পণীয়। মানুষ হিসেবে এদের আশ্রয় দেয়া আমাদের নৈতিক দায়িত্ব ছিল।
তিনি বলেন, এখন পর্যন্ত দেশি বিদেশি সাহায্য দিয়েই আশ্রয় গ্রহণকারী পাঁচ লক্ষাধিক রোহিঙ্গার সার্বিক ত্রাণ কার্য পরিচালিত হচ্ছে। এদের প্রায় সকলের জন্য থাকার শেড নির্মাণ সম্ভব হয়েছে। ক্যাম্প এলাকায় রাস্তা নির্মাণ ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
মন্ত্রী বলেন, সরকার এখন অগ্রাধিকার ভিত্তিতে এদের চিকিৎসা ও স্যানিটেশনের ওপর গুরুত্বারোপ করছে।
মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার পরিচয় দিয়েছে তা আজ দেশ বিদেশে প্রশংসিত হয়েছে।