Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ধোনিকে দেখে কেঁদেই ফেললেন ভক্ত কাসিম





ধোনিকে দেখে কেঁদেই ফেললেন ভক্ত কাসিম
  গত বছর বক্সিং ডে টেস্টের কথা মনে আছে?‌ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের এক সমর্থকের জার্সি পরিহিত একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছিল, যেখানে জার্সির পিছনে লেখা ছিল ধোনির নাম। ধোনির ভক্ত এভাবেই সারা বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। কিন্তু সম্প্রতি তাঁর এক দেশীয় ভক্ত যে কাণ্ড ঘটাল, তা সত্যিই প্রশংসার যোগ্য।

বেঙ্গালুরুতে ভারত–অস্ট্রেলিয়ার একদিনের ম্যাচ চলাকালীন, নিজের আদর্শের সঙ্গে একটিবার দেখা করতে মরিয়া হয়ে গিয়েছিল কাসিম আদিল। ভারত চারদিন বেঙ্গালুরুতে ছিল। প্রত্যেকদিন সে হোটেলে গিয়ে ৮ ঘণ্টা অপেক্ষা করত এবং না দেখা পেয়ে ব্যর্থ হয়ে ফিরে আসত। লবি, জিম, এমনকী সুইমিং পুল বা স্পা–এর সামনে গিয়েও দেখা পায়নি। স্টেডিয়ামে অনুশীলনের সময় ঢুঁ মেরেছিল, কিন্তু সেখানে নিরাপত্তার কারণে দেখা সম্ভব ছিল না। এরপর কী করে দেখা পেল সে?‌ শোনা যাক কাসিমের নিজের মুখেই— ‘‌ম্যাচের দিন সকালে ওঁর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। আগেই জেনেছিলাম, দশটার সময় ওঁরা ব্রেকফাস্ট করবে। আমি সকাল ছ’‌টা থেকে অপেক্ষা করে বসেছিলাম। এমএসডি–কে আসতে দেখে নিজেকে সামলাতে পারিনি। নিজের খাবার অর্ধেক শেষ করেই উঠে গিয়ে ওর টেবিলের সামনে দাঁড়িয়েছিলাম। সেখানেও ৪৫ মিনিট অপেক্ষা করলাম। ওইটুকু সময়কে চারদিনের থেকেও বেশি মনে হচ্ছিল। এরপর ধোনির সঙ্গে দেখা করতে যেতেই নিরাপত্তারক্ষীরা আটকে দিল। তখন আমি কাঁদতে শুরু করলাম এবং বলতে লাগলাম চারদিন ধরে ওঁর জন্য অপেক্ষা করছি।’‌
এরপরেই ধোনির সঙ্গে কথা বলে নিরাপত্তারক্ষীরা ব্যবস্থা করেন দেখা করার। সামনে আদর্শকে দেখতে পেয়ে কাঁদতে শুরু করে কাসিম। সেই ছবিই চিত্রগ্রাহকদের দৌলতে এখন ভাইরাল হয়ে গেছে। পরে ধোনিকে হাতে লেখা একটি চিঠিও উপহার দিয়েছে।‌‌‌






«
Next
Newer Post
»
Previous
Older Post