যশোরের শহরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ওই চারতলা বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হয়েছে।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে অভিযান শুরু হয়। এরপর মাইকিং করে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।
যশোর জেলা পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, এএসপি মাহবুবের নেতৃত্বে সোয়াটের একটি টিম যশোরে পৌঁছায়। এরপর বেলা সোয়া ১১টার দিকে পরিদর্শন শেষে অভিযান শুরু হয়।
তিনি আরও বলেন, মাইকিং করে ওই বাড়ি থেকে সবাইকে বের হয়ে এসে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।
তাদের বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে বেরিয়ে আসতে। তবে ভেতর থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে রোববার মধ্যরাত থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার ওই বাড়িটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘোপ নওয়াপাড়া রোড মসজিদের পেছনের বাড়ির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী জানান, চারতলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া মশিউর রহমানের ফ্ল্যাটে জঙ্গি রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
তিনি একটি হারবাল কোম্পানিতে চাকরি করেন। তার বাড়ি কুষ্টিয়ায়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কেএম আজমল হুদা জানিয়েছেন, রাত ২টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় অবস্থান নিয়ে বাড়িটি ঘিরে রেখেছে।