৬ দিনের জন্য পুলিশ হেফাজতে হানিপ্রীত
হানিপ্রীত ইনসানকে ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠাল আদালত। ডেরা সচ্চা সৌদার প্রধান তথা ধর্ষণে দোষী সাব্যস্ত রাম রহিমের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হানিপ্রীত গতকাল অর্থাৎ মঙ্গলবারই গ্রেফতার হয়েছিলেন। আজ, বুধবার তাঁকে হরিয়ানার পঞ্চকুলা জেলা আদালতে পেশ করা হয়। হানিপ্রীতকে নির্দোষ বলে দাবি করে জামিনের জন্য জোর সওয়াল করেন তাঁর কৌঁসুলি। কিন্তু রাম রহিমের ঘনিষ্ঠতম সহকর্মীকে আদালত জামিন দেয়নি। তাঁকে পুলিশ হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ধর্ষণের মামলায় গুরমিত রাম রহিম সিংহকে যে দিন দোষী সাব্যস্ত করেছিল বিশেষ সিবিআই আদালত, সে দিনই প্রবল হিংসা ছড়িয়েছিল পঞ্চকুলায়। ডেরা অনুগামীদের তাণ্ডবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। গুলিও চালাতে হয় নিরাপত্তা বাহিনীকে। সে দিনের হিংসায় ৩৮ জনের মৃত্যু হয়। জখম হন ২৬৪ জন। ডেরা অনুগামীরা যে হিংসাত্মক কার্যকলাপ চালাবেন, তা হানিপ্রীত আগে থেকে জানতেন এবং এই হিংসায় তাঁর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেই অভিযোগেই রাম রহিমের ঘনিষ্ঠতম সহযোগীকে খুঁজছিল পুলিশ। ৩৯ দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার ধরা পড়েন হানিপ্রীত।
আরও পড়ুন: দাড়ি রাখায় এ বার দলিতের পিঠে ব্লেড! দাড়িতেই প্রতিবাদ গুজরাতে
গ্রেফতার করার পরই হানিপ্রীতকে জেরা শুরু করে পুলিশ। মঙ্গলবার থেকে শুরু হওয়া জেরা প্রায় বুধবার ভোর পর্যন্ত চলেছে। তার পর সকালে তাঁকে আদালতে পেশ করা হয়। পুলিশ ১৪ দিনের জন্য হেফাজতে চেয়েছিল হানিপ্রীতকে। কিন্তু আদালত আপাতত ৬ দিনের জন্য তাঁকে পুলিশ হেফজাতে পাঠাল।