রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে রাষ্ট্রপুঞ্জ, ইউনিসেফের কর্তারা
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে রাষ্ট্রপুঞ্জ, ইউনিসেফের কর্তারা
মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা বাসিন্দাদের সেদেশের সেনাবাহিনী পরিকল্পিত ভাবে অত্যাচার, হত্যা লীলার পাশাপাশি গ্রামকে গ্রাম ধ্বংস করে চলেছে। প্রাণে বাঁচতে ভয়ে তারা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিচ্ছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে ৩ দিনের সফরে আসছেন রাষ্ট্রপুঞ্জের মানবিক এবং জরুরি ত্রাণ বিষয়ক সেক্রেটারি জেনারেল মার্ক লেক এবং ইউনিসেফের শিশু তহবিলের কার্যনির্বাহী পরিচালক অ্যান্থনি লেক। রবিবার ইউনিসেফের পক্ষথেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন এবং ৩ অক্টোবর দুপুর ২টায় ওসান প্যারাডাইস হোটেলে সংবাদিক বৈঠকে সামিল হবেন।
ইতিমধ্য ৭ সেপ্টেম্বর ৩ লক্ষ রোহিঙ্গা শরণার্থীর জন্য ৭ কোটি ৭০ লক্ষ ডলার ত্রাণ সহায়তার কথা ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ। ২৯ সেপ্টেম্বরে এই ত্রাণ সহায়তা ৩৬.৪ মিলিয়ন ডলার আরও বাড়ানো হয়েছে। বাড়তি চাহিদার কথা মাথায় রেখে রাষ্ট্রপুঞ্জ ও ইউনিসেফের পক্ষথেকে এই সফর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাদের দমন-পীড়নের মুখে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে; তাদের মধ্যে ৬০ শতাংশ নারী ও শিশু। জাতিসংঘের হিসাব অনুযায়ী, রাখাইন থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা এখন সাত লাখ।