Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » 'কাতালোনিয়ার নেতৃবৃন্দ সোমবার স্পেন থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দেবেন'





'কাতালোনিয়ার নেতৃবৃন্দ সোমবার স্পেন থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দেবেন'
কাতালোনিয়ার নেতৃবৃন্দ সোমবার স্পেন থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দিতে পারেন। স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চলে গণভোট অনুষ্ঠানের পর এক সপ্তাহের বেশি পরে এ পদক্ষেপ নিতে চলেছে কাতালোনিয়ায়।



টেলিভিশন ভাষণে এমন আভাস দিয়েছেন কাতালোনিয়ার নেতা কার্লোস পুইগডেমন্ড।  কাতালোনিয়ার রাজধানী বার্সিলোনার প্রেসিডেন্ট ভবন জেনেরালিয়াত প্রাসাদ থেকে এ ভাষণ দেন তিনি।তিনি বলেন,  আগামী কয়েক দিনের মধ্যেই গণভোটের ফলাফল বাস্তবায়ন করবে কাতালোনিয়া।

এদিকে, কাতালোনিয়ার স্বাধীনতাকামী পপুলার ইউনিটি ক্যান্ডিডেসি বা সিইউপি পার্টির আইনপ্রণেতা মিরেইয়া বয়া বলেছেন, সোমবার স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীন হওয়ার ঘোষণা দেয়া হতে পারে। রোববারের গণভোটের ফলাফল মূল্যায়নে সেখানকার সংসদের অধিবেশনে এ ঘোষণা দেয়া হতে পারে বলে জানান দেন তিনি।


নাম প্রকাশে অনিচ্ছুক আঞ্চলিক সরকারের একটি সূত্রও এরকম আভাস দিয়েছে। আঞ্চলিক সংসদের অধিবেশন কি ভাবে চলে তার ওপর ভিত্তি করে স্বাধীনতার ঘোষণা দেয়া হতে পারে।#






«
Next
Newer Post
»
Previous
Older Post