গুজরাট দাঙ্গায় মোদির বিরুদ্ধে অভিযোগ নাকচ করে দিল হাইকোর্ট
ভারতে বহুল আলোচিত গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিয়ে জাকিয়া জাফরির অভিযোগ খারিজ করল গুজরাট হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার) গুজরাট হাইকোর্টে এ সংক্রান্ত রায় দেয়া হয়।
গুজরাট দাঙ্গায় কংগ্রেসের তৎকালীন সাবেক এমপি প্রয়াত এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি নেতৃত্ব ও বেশ কয়েকজন আমলাসহ মোট ৫৯ জন বৃহত্তর ষড়যন্ত্রে শামিল ছিলেন বলে হাইকোর্টে অভিযোগ করেছিলেন। এদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার দাবি জানানো হয়।
কিন্তু হাইকোর্ট আজ জাকিয়া জাফরির অভিযোগ খারিজ করে দিয়ে বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট ও নিম্ন আদলতের রায় বহাল রেখেছে। এ নিয়ে নতুন করে ফৌজদারি মামলা শুরু করা হবে না বলেও আদালত জানিয়েছে।
গুজরাট হাইকোর্টে
২০০২ সালে ভয়াবহ গুজরাট দাঙ্গায় যেসব এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আহমেদাবাদ তার মধ্যে ছিল অন্যতম। সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত আবাসন গুলবার্গ সোসাইটিতে ভয়ঙ্কর হামলায় সেসময় কমপক্ষে ৬৯ জন নিহত হয়। নিহতদের মধ্যে বিশিষ্টদের মধ্যে ছিলেন কংগ্রেসের সাবেক সংসদ সদস্য এহসান জাফরি। তিনি দাঙ্গার সময় বার বার পুলিশ কর্মকর্তাদের ফোন করে সাহায্য চাওয়া সত্ত্বেও সেসময় কোনো সাহায্য পাননি।
ওই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের রিপোর্টে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে দেয়া হয়। নরেন্দ্র মোদি এবং তার প্রশাসন সহিংসতা ঠেকানোর জন্য সমস্ত প্রকার চেষ্টা করেছিলেন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।
২০১২ সালে বিশেষ তদন্তকারী দল তাদের তদন্ত বন্ধ করে দেয়।
এ নিয়ে জাকিয়া জাফরি ২০১৩ সালের ডিসেম্বরে নগর দায়রা আদালতে গেলে সেখানেও বিশেষ তদন্তকারী দলের রিপোর্টকে স্বীকৃতি দিয়ে জাকিয়া জাফরির আবেদন খারিজ করে দেয়া হয়। এরপরেই ২০১৪ সালে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন জাকিয়া জাফরি ও সমাজকর্মী তিস্তা শেতলবাদের এনজিও সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস।#