পূর্বাভাস মতোই সোমবার ভোর রাত ভারী বৃষ্টির জেরে ব্যাহত জনজীবন। সঙ্গে ঝোড়ো হাওয়া আরও কিছুটা বিপাকে ফেলেছে সপ্তাহ শুরুর কর্মব্যস্ততাকে। বৃষ্টির জেরে ট্রেন চলাচল বিঘ্নিত, দেরিতে চলছে যানবাহনও। আজ সারাদিনই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও এখনও বেশ কিছু দিন গাঙ্গেও পশ্চিমবঙ্গে বর্ষার রেশ থাকবে বলে জানিয়ে দিয়েছে মৌসম ভবন।
আরও পড়ুন: থাকছে বর্ষা, ভারী বৃষ্টির আশঙ্কা আজ
মৌসম ভবনের ক্যালেন্ডার অনুযায়ী ৮ অক্টোবরেই রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা থাকলেও দুটি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জেরে গাঙ্গেও উপকূলে আরও অন্তত এক মাস থিতু হতে চলেছে বর্ষা। বঙ্গোপসাগর এবং আরব সাগরের দু’টি ঘূর্ণাবর্তের টানাপড়েনে কর্নাটক এবং ওড়িশার মধ্যে তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই মধ্য ভারত এবং পূর্ব ভারতে মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়েছে।