গুলির ঘটনায় সৌদি প্রাসাদের রক্ষীরা নিহত
সৌদি আরবের একটি রাজপ্রাসাদে গোলাগুলির ঘটনায় দুজন নিরাপত্তা রক্ষী নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে বলে জানাচ্ছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, ২৮ বছর বয়স্ক একজন পুরুষ গাড়ি চালিয়ে জেদ্দাহ-র আল সালাম প্যালেসের প্রবেশসমুখে আসলে নিরাপত্তা রক্ষীরা গুলি চালায়।
সম্ভাব্য ঐ হামলাকারীর নাম মনসুর-আল-আমরি বলে জানানো হয়েছে, তিনি একজন সৌদি নাগরিক।
এর আগে সৌদি আরবে মার্কিন দূতাবাস থেকে দেশটির নাগরিকদের সতর্ক করে দেয়া হয় যে ঐ এলাকায় একটি হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
"পুলিশের সম্ভাব্য তৎপরতার কারণে মার্কিন নাগরিকদের ঐ এলাকা দিয়ে চলাচলের সময় সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হচ্ছে" দূতাবাস থেকে দেয়া বিবৃতিতে বলা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বিকেল তিনটার কিছু পর।
বলা হচ্ছে, নিরাপত্তারক্ষীরা হামলার চেষ্টা নস্যাৎ করে এবং বন্দুকধারী ঐ ব্যক্তিকে হত্যা করে।
কিন্তু তার কী উদ্দেশ্য ছিল সেবিষয়ে কিছু জানা যায়নি।
কিছুদিন আগে সৌদি পুলিশ তথাকথিত ইসলামিক স্টেটের সাথে যুক্ত 'সন্ত্রাসীদের' খোঁজে রাজধানী রিয়াদের তিনটি স্থানে অভিযান চালায়।
ঐ অভিযানে দুজন নিহত এবং পাঁচজন গ্রেপ্তার হয়েছিল।