ফের দলের শীর্ষে নওয়াজ শরিফ
দুর্নীতি মামলায় জেরবার অবস্থা। নিত্যদিন আদালতে ছুটতে হচ্ছে। তারমধ্যেই সুখবর পেলেন নওয়াজ শরিফ। বর্তমানে পাকিস্তানে ক্ষমতায় ‘পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ।’ মঙ্গলবার ফের তার দায়িত্ব হাতে পেলেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের সভাপতি নির্বাচিত হলেন। ‘পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ’–এর সাধারণ পরিষদীয় নির্বাচন চলছে। সেখানে তাঁর হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দলের নেতা ডাঃ তারিক ফজল। দলের অন্য কোনও নেতা মনোনয়ন জমা দেননি। তাই পদচ্যুত প্রধানমন্ত্রীকেই দলের সভাপতি ঘোষণা করেছেন পাকিস্তান নির্বাচন কমিশনার চৌধুরি জাফর ইকবাল। গতকালই নয়া নির্বাচনী সংশোধনী প্রস্তাবে স্বাক্ষর করেন সেদেশের প্রেসিডেন্ট মামনুন হুসেন। তাতে পদচ্যুত প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার অনুমতি দেওয়া হয়। এমনকী প্রশাসনিক ক্ষমতাও। সেনেটের সম্মতিতে রাতেই নয়া আইন চালু হয়। আর সকাল হতেই ‘পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ’–এর দায়িত্বে ফিরলেন নওয়াজ শরিফ। শরিফের প্রত্যাবর্তনে চটেছেন পাকিস্তান ‘তেহরিক–ই–ইনসান’ নেতা ইমরান খান। নিজের টুইটার অ্যাকাউন্টে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। লিখেছেন, ‘নওয়াজ শরিফের রাজনৈতিক কেরিয়ার বাঁচানোই আসল লক্ষ্য। তাই সংবিধানকে উপহাস করে নয়া আইন আনা হয়েছে। কিন্তু দুর্নীতিগ্রস্ত মাফিয়াদের কখনওই রাজপাট চালাতে দেবেন না দেশবাসী।