সিরিয়ায় রুশ এসইউ-২৪ বিমান বিধ্বস্ত; ক্রু নিহত
রুশ এসইউ-২৪ যুদ্ধবিমান
রুশ এসইউ-২৪ যুদ্ধবিমান
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে রাশিয়ার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক ক্রু নিহত হয়েছেন। লাতাকিয়ার হেমেইমিম বিমানঘাঁটি থেকে ওড়ার সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং একজন ক্রু নিহত হন।
রাশিয়ার সামরিক বাহিনীর এক মুখপাত্র আজ (মঙ্গলবার) জানিয়েছেন, বিমানটি যুদ্ধমিশনে যাওয়ার জন্য ওড়ার শেষ মূহূর্তে এ দুর্ঘটনা ঘটে। তিনি নিহতের সংখ্যা নির্দিষ্ট করে বলেন নি তবে এসইউ-২৪ বিমানে সাধারণত এক অথবা দুজন ক্রু থাকে।
রুশ মুখপাত্র বলেন, বিমান থেকে ক্রু বের হওয়ার সময় পান নি; ফলে তিনি মারা গেছেন। কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে তিনি ধারণা করছেন।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলার ফলে সিরিয়া ও মিত্র বাহিনীর যোদ্ধারা সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থলযুদ্ধে এগিয়ে যাওয়ার বিশেষ সুবিধা পেয়েছে। তবে এসব হামলা চালাতে গিয়ে গত দুই বছরে রাশিয়া মোট তিনটি বিমান হারিয়েছে।#