দক্ষিণ আফ্রিকা সংগ্রহ ৬ উইকেটে ২২২ রান।
বোলিংয়েও দাপট দেখাচ্ছেন মুমিনুল
বোলিংয়েও দাপট দেখাচ্ছেন মুমিনুল
বৃষ্টির পর আবারও শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। আর মাঠে নেমেই দক্ষিণ আফ্রিকা শিবিরে আঘাত হেনেছেন মুমিনুল হক। ফিরিয়েছেন টিম্বা বাভুমা ও কুইন্টন ডিকককে।
টিম্বা বাভুমাকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন মুমিনুল। তবে এখানে লিটন দাসের ভূমিকাই বেশি। দুর্দান্ত এক ক্যাচ নেন তিনি। বাভুমা ৭১ রান করেন। অবশ্য ইমরুল কায়েসের কল্যাণে একবার জীবন পেয়েছিলেন বাভুমা।
এরপরই ৮ রান করা ডিকককে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন মুমিনুল।
চতুর্থদিন রোববার লাঞ্চ বিরতির পরই বৃষ্টি শুরু হয়। প্রায় আধাঘণ্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। বৃষ্টির আগেও বল হাতে আঘাত হানেন মুমিনুল। ব্যাটিংয়ে দ্যূতি ছড়ানোর পর এখন বল হাতেও আলো ছড়াচ্ছেন এই বামহাতি।
লাঞ্চ বিরতির পর মাঠে নেমে ব্যক্তিগত ৮১ রান করে মুমিনুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ডু প্লেসিস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ২২২ রান।
এর আগে টস হেরে আগে ব্যাট করে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে বাংলাদেশ ৩২০ রানে অলআউট হয়।