অনূর্ধ্ব-১৭: প্রথম গোলের নজির জিকসনের, কলম্বিয়ার কাছে লড়েও হার, বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেল ভারত
নয়াদিল্লি: ফুটবলের শক্তিশালী দেশ হিসেবে পরিচিত কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিল ভারত। যদিও, রীতিমত লড়ে বীরের মতো পরাজয় হল টিম ইন্ডিয়ার।
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন পেনালোজা। তারপর, ৮২ মিনিটে কর্নার থেকে অনবদ্য গোলে সমতা ফেরান জিকসন। কিন্তু, তার ঠিক পরের মুহূর্তে ফের পেনালোজার গোল। ২-১ গোলে জয়ী হয় কলম্বিয়া।
গ্রুপের ২টি ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেল ভারত। এর আগে, প্রথম ম্যাচে আমেকিকার কাছে ৩-০ গোলে হারে ভারত। গ্রুপের অন্য ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে যুব বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গেল আমেরিকা। ম্যাচের ৭৫ মিনিটের মাথায় আকিনোলার গোলে জয় পায় আমেরিকা। গ্রুপ-বি তে ম্যাচে জয়ে ফিরল মালি। তুরস্ককে উড়িয়ে দিল ৩-০ গোলে। প্রথম ম্যাচে হারের পর দুরন্ত কামব্যাক মালি-ব্রিগেডের। এই গ্রুপের অন্য ম্যাচে নিউজিল্যান্ডকে ৪-২ গোলে হারাল প্যারাগুয়ে।