ওজন কমাবে ঘুমানোর আগে ৬ পানীয়
আপনি কি শরীরের ওজন বেড়ে যাওয়া নিয়ে চিন্তিত? তাহলে ঘুমের আগে ছয়টি পানীয় পান পারলে আপনার সমস্যা সমাধানে। এতে এক দিকে আপনার রাতের ঘুম ভালো হবে, পাশাপাশি ওজনও কমাবে।
আসুন দেখে নেই ছয়টি পানীয় কী এবং কিভাবে তা খেতে হবে-
দুধ
রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধ পান করতে পারেন। দুধের মধ্যে থাকা ট্রিপটোফ্যান ও ক্যালসিয়াম ঘুম আনতে সাহায্য করে। ভালো ঘুম শরীরে স্ট্রেসের মাত্রা কমিয়ে ক্যালোরি কমাতে সাহায্য করে।
সয় মিল্ক
লো ক্যালোরি সয় মিল্ক ঘুম আনতে সাহায্য করে। ঘুমের আগে সয় মিল্ক খেলে তা শরীরে ভালো হরমোন ক্ষরণে সাহায্য করে যা ওজন কমাতে সাহায্য করে।
আঙুরের রস
ঘুমনোর আগে আঙুরের রস যেমন আপনার ঘুম আনতে সাহায্য করবে, তেমনই ওজন কমাতেও সাহায্য করে।
ক্যামোমাইল চা
ঘুমনোর আগে এই চা খেলে ঘুম আনতে সাহায্য করে, স্নায়ুতন্ত্রকে রিল্যাক্সড রাখে পাশাপাশি ওজন কমাতে সাহায্য করে।
গ্রেপফ্রুট জুস
ঘুমনোর আগে গ্রেপফ্রুট জুস শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই ফলে ক্যালোরি কম থাকার সঙ্গে ভিটামিন ‘সি’ ও পটাশিয়াম থাকে যা ত্বকের জন্যও ভালো।
সয় প্রোটিন শেক
এটি ভালো ঘুমে সাহায্য করে। এই শেক ড্রাউজ ইনডিউসিং মেলাটোনিন ক্ষরণে সাহায্য করে যা কর্টিসলের মাত্রা কমিয়ে পেটের চর্বি ঝরাতে সাহায্য করে।