মার্কিন ভিসা স্থগিত করার ঘটনা হতাশাজনক: এরদোগান
ইউক্রেনের প্রেসিডেন্টের (ডানে) সঙ্গে এরদোগান
ইউক্রেনের প্রেসিডেন্টের (ডানে) সঙ্গে এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তুরস্কের নাগরিকদের জন্য মার্কিন ভিসা স্থগিত করার ঘটনা হতাশাজনক। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন।
তুরস্কে অবস্থিত মার্কিন দূতাবাস গত রোববার তুর্কি নাগরিকদের জন্য ভিসা ইস্যু স্থগিত করেছে। তুরস্কের যেসব নাগরিক মার্কিন অভিবাসী নন তাদের জন্য এ সিদ্ধান্ত কর্যকর হবে।
চলতি সপ্তাহের গোড়ার দিকে আংকারায় মার্কিন দূতাবাসের একজন কর্মীকে আটক করার পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তুর্কি নাগরিকদের জন্য ভিসা ইস্যু স্থগিত করার ঘোষণা দেয়। তুরস্কের ধর্মীয় ও রাজনৈতিক নেতা ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে মার্কিন দূতাবাসের ওই কর্মীকে আটক করা হয়। পরে এ ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠাকিভাবে গুপ্তচরবৃত্তি ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। মার্কিন দূতাবাস বৃহস্পতিবার বলেছে, এ ঘটনায় তারা খুবই বিব্রত।#