পরমাণু সমঝোতা মেনে চলতে ট্রাম্পের প্রতি নোবেল বিজয়ী প্রতিষ্ঠানের আহ্বান
সংবাদ সম্মলেনে কথা বলছেন আইক্যানের নির্বাহী পরিচালক
সংবাদ সম্মলেনে কথা বলছেন আইক্যানের নির্বাহী পরিচালক
ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতা মেনে চলতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান আইক্যান। বিশ্বব্যাপী পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষে প্রচারণা চালানোর কারণে এ প্রতিষ্ঠানটি চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে।
ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন্স বা আইক্যান'র পরিচালক বলেন, "আমরা সত্যিই মার্কিন সরকারকে পরমাণু সমঝোতা মেনে চলার জন্য এবং চুক্তির ভেতরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি।"
২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর ফটোসেশন (ফাইল ফটো)
২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে এ সমঝোতা সই হয়। ছয় জাতিগোষ্ঠীর পক্ষে সমঝোতায় সই করে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি। পরে এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও অনুমোদন করা হয়। তবে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সমঝোতা বাতিল করার পক্ষে কথা বলে আসছেন। ট্রাম্প প্রশাসন দু দফা এ সমঝোতাকে স্বীকৃতি দিলেও এখন তা বাতিল করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।#